ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে হলের রিডিংরুমে প্রচারণা ছাত্রদলের ভিপি প্রার্থীর Logo বিএনপির শোকজ প্রসঙ্গে যা বললেন ফজলুর রহমান Logo মুরাদনগরে সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজনের Logo রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবি এনসিপির Logo প্রকৌশলীদের ৩ দফা দাবিতে রাজশাহীতে মহাসমাবেশ Logo চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রীদের বিক্ষোভ, ট্রেন চলাচল ব্যাহত Logo জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, ফজলুকে শোকজ বিএনপির Logo ফজলুর রহমানের কুশপুতুল দাহ ও ছবিতে গণজুতা নিক্ষেপ কর্মসূচি Logo যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের ব্যবসা দেখভাল করেন যুবদল নেতা Logo ৭১’র অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়েছে: ইসহাক দার

২২৩ আসনে প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

২২৩ আসনে প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির আমির মাওলানা মামুনুল হক। সংবাদ সম্মেলন পরিচালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে বলা হয়, আগামী জাতীয় সংসদে তারা নিম্নকক্ষে আংশিক অনুপাতিক প্রতিনিধিত্ব এবং উচ্চকক্ষে পূর্ণ-অনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক দ্বিকক্ষীয় সাংবিধানিক কাঠামোর পক্ষে অবস্থান নিয়েছে। দলটি মনে করে, একদলীয় বা একচ্ছত্র শাসনব্যবস্থা, জনগণের ইচ্ছার প্রকৃত প্রতিফলন ঘটাতে ব্যর্থ। এ জন্য অনুপাতিক পদ্ধতিই সব শ্রেণি ও মতধারার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারবে।

এ সময় মাওলানা মামুনুল হক বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দুঃখজনকভাবে ইদানীং দেখা যাচ্ছে, ফ্যাসিবাদবিরোধী দলগুলো নিজেদের মধ্যেই একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছে। এই পারস্পরিক বিরোধ ফ্যাসিবাদের দোসরদের উৎসাহিত করছে।

তারা জুলাই-আগস্টের বিপ্লবীদের বিরুদ্ধেও হামলার দুঃসাহস দেখাচ্ছে। আমরা সবাই যদি সচেতন না হই, তবে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দেবে। এখনই সময় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার।’

সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা প্রমুখ।

 

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে হলের রিডিংরুমে প্রচারণা ছাত্রদলের ভিপি প্রার্থীর

২২৩ আসনে প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

আপডেট সময় ০৯:৩২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির আমির মাওলানা মামুনুল হক। সংবাদ সম্মেলন পরিচালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে বলা হয়, আগামী জাতীয় সংসদে তারা নিম্নকক্ষে আংশিক অনুপাতিক প্রতিনিধিত্ব এবং উচ্চকক্ষে পূর্ণ-অনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক দ্বিকক্ষীয় সাংবিধানিক কাঠামোর পক্ষে অবস্থান নিয়েছে। দলটি মনে করে, একদলীয় বা একচ্ছত্র শাসনব্যবস্থা, জনগণের ইচ্ছার প্রকৃত প্রতিফলন ঘটাতে ব্যর্থ। এ জন্য অনুপাতিক পদ্ধতিই সব শ্রেণি ও মতধারার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারবে।

এ সময় মাওলানা মামুনুল হক বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দুঃখজনকভাবে ইদানীং দেখা যাচ্ছে, ফ্যাসিবাদবিরোধী দলগুলো নিজেদের মধ্যেই একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছে। এই পারস্পরিক বিরোধ ফ্যাসিবাদের দোসরদের উৎসাহিত করছে।

তারা জুলাই-আগস্টের বিপ্লবীদের বিরুদ্ধেও হামলার দুঃসাহস দেখাচ্ছে। আমরা সবাই যদি সচেতন না হই, তবে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দেবে। এখনই সময় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার।’

সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা প্রমুখ।