ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নাটোরে জামায়াতের বিক্ষোভ মিছিল Logo ২২৩ আসনে প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস Logo ভোটার হওয়ার বয়সসীমা ১৬ করার পরিকল্পনা যুক্তরাজ্যের Logo যুদ্ধবিধ্বস্ত গাজায় পৌঁছেছে বাংলাদেশিদের মানবিক সহায়তা Logo জুলাই গণহত্যার বিচারের দাবিতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর বিক্ষোভ মিছিল Logo ৫ আগস্ট বন্ধ থাকবে সব ব্যাংক Logo নতুন বাংলাদেশ তৈরির সুযোগ যেন কোনোভাবে নষ্ট না হয় : মির্জা ফখরুল Logo বিএনপি নেতাকর্মীদের দ্বারা অষ্টম শ্রেণির ছাত্রী গণধ’র্ষ’ণের শিকার Logo জুলাই যোদ্ধাদের উপর হুমকি এলে শিবির বসে থাকবে না: জাহিদুল ইসলাম Logo কুষ্টিয়ায় এনসিপির উপর হামলার প্রতিবাদে জামায়াতের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল

ভোটার হওয়ার বয়সসীমা ১৬ করার পরিকল্পনা যুক্তরাজ্যের

ভোটার হওয়ার বয়সসীমা ১৬ করার পরিকল্পনা যুক্তরাজ্যের

যুক্তরাজ্য সরকার বৃহস্পতিবার ঘোষণা করেছে, তারা ১৬ ও ১৭ বছর বয়সীদের সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিশ্বে সবচেয়ে কম বয়সে ভোটার নির্ধারণকারী দেশগুলোর একটি হয়ে উঠবে ব্রিটেন।

লেবার পার্টির একটি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত এসেছে। ক্ষমতায় আসার আগে দলটি এই পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল।

এটি এমন কিছু পরিকল্পিত গণতান্ত্রিক সংস্কারের একটি অংশ, যেগুলোর লক্ষ্য অংশগ্রহণ কমে যাওয়াসহ বিভিন্ন সমস্যায় ‘সংকটে থাকা’ গণতন্ত্রকে চাঙ্গা করা।
তবে ভোটার হতে নাগরিকদের বয়সসীমা কমানোর এই সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক রয়েছে। সমালোচকদের মতে, এই পদক্ষেপ লেবার পার্টির স্বার্থে নেওয়া, কারণ নবীন ভোটারদের বড় অংশই মধ্য ডানপন্থী দলগুলোর চেয়ে মধ্য বামপন্থী লেবার পার্টিকে সমর্থন করতে পারে।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘আমার বিশ্বাস, ১৬ ও ১৭ বছর বয়সীদের ভোটাধিকার পাওয়া গুরুত্বপূর্ণ।

কারণ তারা কাজ করতে পারে, তারা কর দেয়, অর্থাৎ তারা অবদান রাখে। আর আমি মনে করি, যারা অবদান রাখে, তাদের সুযোগ থাকা উচিত সেই অর্থ কোথায় ব্যয় হবে বা সরকার কোন পথে এগোবে, তা নির্ধারণে মত দেওয়ার।’

এই পরিবর্তন কার্যকর করতে সরকারকে সংসদে আইন প্রণয়ন করতে হবে, যেখানে লেবার পার্টির ভালো সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

এদিকে বিশ্বে খুব কম দেশই রয়েছে, যারা জাতীয় নির্বাচনে ১৬ বছর বয়সীদের ভোটাধিকার দেয়।

এই তালিকায় রয়েছে ২০০৭ সালে এই সিদ্ধান্ত নেওয়া অস্ট্রিয়া। ইউরোপীয় ইউনিয়নে তারাই প্রথম এমন সিদ্ধান্ত নিয়েছিল। পাশাপাশি আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর ও কিউবাও একই সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাজ্যের লেবার মন্ত্রীরা বলছেন, এই পদক্ষেপ ‘গণতন্ত্রকে আধুনিকীকরণ’ ও ভোটার অংশগ্রহণ বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া, পাশাপাশি স্কটল্যান্ড ও ওয়েলসের আঞ্চলিক সংসদের নির্বাচনে যেহেতু ইতিমধ্যে ১৬ বছর বয়সীরা ভোট দিতে পারে, সেটির সঙ্গেও সামঞ্জস্য রাখতে চান তারা।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নাটোরে জামায়াতের বিক্ষোভ মিছিল

ভোটার হওয়ার বয়সসীমা ১৬ করার পরিকল্পনা যুক্তরাজ্যের

আপডেট সময় ০৯:২৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

যুক্তরাজ্য সরকার বৃহস্পতিবার ঘোষণা করেছে, তারা ১৬ ও ১৭ বছর বয়সীদের সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিশ্বে সবচেয়ে কম বয়সে ভোটার নির্ধারণকারী দেশগুলোর একটি হয়ে উঠবে ব্রিটেন।

লেবার পার্টির একটি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত এসেছে। ক্ষমতায় আসার আগে দলটি এই পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল।

এটি এমন কিছু পরিকল্পিত গণতান্ত্রিক সংস্কারের একটি অংশ, যেগুলোর লক্ষ্য অংশগ্রহণ কমে যাওয়াসহ বিভিন্ন সমস্যায় ‘সংকটে থাকা’ গণতন্ত্রকে চাঙ্গা করা।
তবে ভোটার হতে নাগরিকদের বয়সসীমা কমানোর এই সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক রয়েছে। সমালোচকদের মতে, এই পদক্ষেপ লেবার পার্টির স্বার্থে নেওয়া, কারণ নবীন ভোটারদের বড় অংশই মধ্য ডানপন্থী দলগুলোর চেয়ে মধ্য বামপন্থী লেবার পার্টিকে সমর্থন করতে পারে।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘আমার বিশ্বাস, ১৬ ও ১৭ বছর বয়সীদের ভোটাধিকার পাওয়া গুরুত্বপূর্ণ।

কারণ তারা কাজ করতে পারে, তারা কর দেয়, অর্থাৎ তারা অবদান রাখে। আর আমি মনে করি, যারা অবদান রাখে, তাদের সুযোগ থাকা উচিত সেই অর্থ কোথায় ব্যয় হবে বা সরকার কোন পথে এগোবে, তা নির্ধারণে মত দেওয়ার।’

এই পরিবর্তন কার্যকর করতে সরকারকে সংসদে আইন প্রণয়ন করতে হবে, যেখানে লেবার পার্টির ভালো সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

এদিকে বিশ্বে খুব কম দেশই রয়েছে, যারা জাতীয় নির্বাচনে ১৬ বছর বয়সীদের ভোটাধিকার দেয়।

এই তালিকায় রয়েছে ২০০৭ সালে এই সিদ্ধান্ত নেওয়া অস্ট্রিয়া। ইউরোপীয় ইউনিয়নে তারাই প্রথম এমন সিদ্ধান্ত নিয়েছিল। পাশাপাশি আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর ও কিউবাও একই সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাজ্যের লেবার মন্ত্রীরা বলছেন, এই পদক্ষেপ ‘গণতন্ত্রকে আধুনিকীকরণ’ ও ভোটার অংশগ্রহণ বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া, পাশাপাশি স্কটল্যান্ড ও ওয়েলসের আঞ্চলিক সংসদের নির্বাচনে যেহেতু ইতিমধ্যে ১৬ বছর বয়সীরা ভোট দিতে পারে, সেটির সঙ্গেও সামঞ্জস্য রাখতে চান তারা।