ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জামালপুরে অস্ত্রসহ এক যুবক গ্রেফতার Logo ৭ শতাধিক A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো পাবনা রেটিনা Logo রোববার নির্বাচন ইস্যুতে বিএনপি-জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক Logo জরুরি বৈঠকে বসেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা Logo জাতীয় বিতর্ক উৎসবে রানার্সআপ জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি Logo নুরের উপরে হামলা চালানো মেরুন রঙের পোশাক পড়া যুবক ডিবির কেউ নয়: ডিবিপ্রধান Logo ভিপি নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা Logo পাগলা মসজিদে সাড়ে ৪ ঘণ্টার গণনায় মিলল সাড়ে ৮ কোটি টাকা, এখনো চলছে গণনা Logo লক্ষ্মীপুরে অভিযানের ভিডিও করায় হেনস্তার শিকার সংবাদকর্মী Logo ৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ চলছে

কুষ্টিয়ায় এনসিপির উপর হামলার প্রতিবাদে জামায়াতের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ায় এনসিপির উপর হামলার প্রতিবাদে জামায়াতের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জে জাতীয় ছাত্র-পার্টি (এনসিপি) কর্মীদের উপর ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ এবং নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ আয়োজন করেছে কুষ্টিয়া জেলা জামায়াত।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বাদ আছর কুষ্টিয়া সাদ্দাম বাজার থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের পাঁচ রাস্তা মোড় (শহিদ চত্বর) গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উক্ত সমাবেশ কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার এর সঞ্চালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জায়ামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নায়েবে আমীর আব্দুল গফুর, সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন, সোহরাব উদ্দীন, কুষ্টিয়া সদর আসন জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা, শহর শাখা আমীর এনামুল হক, জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মোঃ জুলফিকার আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাফেজ আবু ইউসুফ ও জেলা শাখার সভাপতি খাজা আহমেদ সহ প্রমূখ।

বক্তারা বলেন, “গণতান্ত্রিক অধিকারের প্রতি এই ধরনের সহিংস আক্রমণ প্রমাণ করে, দেশে রাজনৈতিক সন্ত্রাস চরম আকার ধারণ করেছে। জনগণের শান্তিপূর্ণ কার্যক্রমে বাধা দেওয়া, আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করা এবং বিরোধী কণ্ঠ রোধ করার চেষ্টা কখনই গণতন্ত্রের পথ হতে পারে না।”

আরও বলেন, দেশের সকল নাগরিকের মত প্রকাশ ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অধিকার সংবিধান স্বীকৃত। এনসিপির উপর হামলার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। বিক্ষোভ কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ জনগণকে অংশগ্রহণ করে।

প্রসঙ্গত, ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিনের হলেও, প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অস্ত্রসহ এক যুবক গ্রেফতার

কুষ্টিয়ায় এনসিপির উপর হামলার প্রতিবাদে জামায়াতের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৮:১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় ছাত্র-পার্টি (এনসিপি) কর্মীদের উপর ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ এবং নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ আয়োজন করেছে কুষ্টিয়া জেলা জামায়াত।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বাদ আছর কুষ্টিয়া সাদ্দাম বাজার থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের পাঁচ রাস্তা মোড় (শহিদ চত্বর) গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উক্ত সমাবেশ কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার এর সঞ্চালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জায়ামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নায়েবে আমীর আব্দুল গফুর, সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন, সোহরাব উদ্দীন, কুষ্টিয়া সদর আসন জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা, শহর শাখা আমীর এনামুল হক, জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মোঃ জুলফিকার আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাফেজ আবু ইউসুফ ও জেলা শাখার সভাপতি খাজা আহমেদ সহ প্রমূখ।

বক্তারা বলেন, “গণতান্ত্রিক অধিকারের প্রতি এই ধরনের সহিংস আক্রমণ প্রমাণ করে, দেশে রাজনৈতিক সন্ত্রাস চরম আকার ধারণ করেছে। জনগণের শান্তিপূর্ণ কার্যক্রমে বাধা দেওয়া, আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করা এবং বিরোধী কণ্ঠ রোধ করার চেষ্টা কখনই গণতন্ত্রের পথ হতে পারে না।”

আরও বলেন, দেশের সকল নাগরিকের মত প্রকাশ ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অধিকার সংবিধান স্বীকৃত। এনসিপির উপর হামলার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। বিক্ষোভ কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ জনগণকে অংশগ্রহণ করে।

প্রসঙ্গত, ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিনের হলেও, প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল।