গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাবি শাখা।
বুধবার (১৬ জুলাই) রাত ৮টায় বিক্ষোভ সমাবেশ শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে, বুদ্ধিজীবী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, ‘জুলাইয়ের যেকোনো শক্তির দল বিএনপি, এনসিপি বা অন্য কোন দলই হোক, যদি তারা কোন আক্রমণের শিকার হয়, তাহলে আমরা সবাই মিলে তার প্রতিহত করব। বাংলাদেশের জুলাই যোদ্ধারা এখনো হারিয়ে যায়নি। গোপালগঞ্জের ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে, আওয়ামী লীগের ষড়যন্ত্রই দিল্লীর ষড়যন্ত্র। এই দিল্লির ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশের প্রতিটি মানুষ এবং প্রত্যেকটি দল সজাগ থাকতে হবে।’
প্রচার ও মিডিয়া সম্পাদক নওসাজ্জামান বলেন, ‘আজকে গোপালগঞ্জে যেই হামলা হয়েছে, সেই হামলার দায় ইন্টারিম সরকারকেই নিতে হবে। কারণ তারা গত এক বছরে কোন সংস্কার করতে পারে নাই।’
অফিস সম্পাদক মেহেদী হাসান সঞ্চালনায় আরও বক্তব্য দেন মানব সম্পদ উন্নয়ন সম্পাদক শাহেদ ইমরান। সমাবেশে নেতাকর্মী মিলিয়ে প্রায় ২ শতাধিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ (১৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জের পথসভায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগ দফায় দফায় হামলা চালায়।