ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ছাত্রশিবির সরকারি বাঙলা কলেজের সভাপতি- আবির ও সেক্রেটারি- সাকিব Logo গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে আগামীকাল জামায়াতের বিক্ষোভ Logo আওয়ামী বাকশালীদের বাংলাদেশে রাজনীতি করতে দেব না: পিনাকী ভট্টাচার্য Logo লঙ্কানদের হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ Logo গোপালগঞ্জ জেলায় আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত Logo গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠনের হামলার প্রতিবাদের রাবিতে বিক্ষোভ Logo এডওয়ার্ড কলেজে ‘জুলাই দিবস ২০২৫’ পালিত: শহীদদের প্রতি শ্রদ্ধা ও ডকুমেন্টারি প্রদর্শন Logo জুলাই শহিদ দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo ১৯ তারিখের জাতীয় সমাবেশ সফল করতে কুমারখালীতে জামায়াতের প্রচার মিছিল Logo লঙ্কানদের ১৩২ রানে আটকে দিল টাইগাররা

এডওয়ার্ড কলেজে ‘জুলাই দিবস ২০২৫’ পালিত: শহীদদের প্রতি শ্রদ্ধা ও ডকুমেন্টারি প্রদর্শন

পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের উদ্যোগে শহীদ দিবস ২০২৫ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণা, তথ্যচিত্র” জুলাই অনির্বাণ” প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই দিবস ২০২৫’ পালিত হয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আওয়াল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল খালেক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ লুৎফর রহমান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জুলাই যুদ্ধের ছয় শহীদ পরিবারের সদস্যবৃন্দ উল্লেখযোগ্য শহীদ জাহিদের পিতা, শহীদ নিলয়ের পিতা, শহীদ খোকনের পিতা, শহীদ জাহাঙ্গীরের ভাই, শহীদ জুলকারনাইনের পিতা এবং শহীদ আব্দুল হান্নানের পরিবারের সদস্য।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোঃ আব্দুল আওয়াল মিয়া বলেন,“বিগত স্বৈরাচার সরকারের মধ্যে বেশ কিছু অপকৌশল পরিলক্ষিত হয়েছে। তন্মধ্যে একটি হলো কেউ তাদের কোনো অন্যায়ের প্রতিবাদ করলে বা আন্দোলন করলে তাকে জামায়াত বা শিবির আখ্যা দেয়া, আমরা দেখেছি কিভাবে তারা মেধাবী বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা করে শিবির আখ্যা দেযার চেষ্টা করেছে। জুলাই আন্দোলনে দেখেছি পুলিশ একজন আন্দোলনকারীকে চিৎকার করে বলছে তুই শিবির, তুই শিবির। প্রত্যন্ত গ্রাম থেকে মেধাবী ছাত্রীরা স্বপ্ন নিয়ে শহরে পড়তে আসে, আমরা দেখেছি তারা কিভাবে সেই ছাত্রীদের বিবস্ত্র করেছে, তাদের সম্মান নিয়ে টানাহেঁচড়ার করেছে। ব্রিটিশ সরকার একরকম স্বৈরাচার ছিল, আর বিগত সরকার ছিল তার চেয়ে বড় স্বৈরাচার। আমরা দেখেছি বিরোধী দল মতের মানুষের উপর কি নিষ্পেষণ তারা করেছে, আয়নাঘরে রেখেছে, রিমান্ডে নিয়ে পঙ্গু করে দিয়েছে। তোমাদের উদ্দেশ্যে বলি তোমরা শহীদের রক্তের সাথে বেইমানি করো না। দেশপ্রেমে বলীয়ান হও।”

শহীদ জাহিদের পিতা দুলাল মাস্টার বলেন, “আমি আর কষ্ট পাই না, কারণ আল্লাহ অনেকের মাঝে আমার সন্তানকে বেছে নিয়েছেন, কবুল করেছেন শহীদ হিসেবে এ কারণে আমি গর্বিত। আমি শহীদের পিতা”
শহীদ জুলকারনাইনের পিতা মো. আবদুল হাই বলেন, “অনেকে বলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, কিন্তু আমি বলি আর কারো যেনো রক্ত না ঝড়ে। কারণ যার হারায় সেই বোঝে, যে পিতামাতার সন্তান হারায় সেই পিতামাতাই বোঝে সন্তান হারানোর বেদনা”

স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি এডওয়ার্ড কলেজ শাখার সিনিয়র সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে মো. তানভীর ইসলাম, ছাত্র অধিকার পরিষদের মুখপাত্র সাদিয়া কুদ্দুস ও জেলা সভাপতি মো. ওয়ালিউর রহমান ওলি, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আসিফ আহমেদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. আবদুল আলিম এবং অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তালিম হোসেন।

অনুষ্ঠানে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মো. সাইফুল ইসলাম।
দোয়া শেষে জেলা প্রশাসক কর্তৃক পরিচালিত “জুলাই যুদ্ধ ২০২৫”-এর উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে দুপুরে অনুষ্ঠান শেষ হয়।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ছাত্রশিবির সরকারি বাঙলা কলেজের সভাপতি- আবির ও সেক্রেটারি- সাকিব

এডওয়ার্ড কলেজে ‘জুলাই দিবস ২০২৫’ পালিত: শহীদদের প্রতি শ্রদ্ধা ও ডকুমেন্টারি প্রদর্শন

আপডেট সময় ১০:১৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের উদ্যোগে শহীদ দিবস ২০২৫ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণা, তথ্যচিত্র” জুলাই অনির্বাণ” প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই দিবস ২০২৫’ পালিত হয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আওয়াল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল খালেক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ লুৎফর রহমান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জুলাই যুদ্ধের ছয় শহীদ পরিবারের সদস্যবৃন্দ উল্লেখযোগ্য শহীদ জাহিদের পিতা, শহীদ নিলয়ের পিতা, শহীদ খোকনের পিতা, শহীদ জাহাঙ্গীরের ভাই, শহীদ জুলকারনাইনের পিতা এবং শহীদ আব্দুল হান্নানের পরিবারের সদস্য।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোঃ আব্দুল আওয়াল মিয়া বলেন,“বিগত স্বৈরাচার সরকারের মধ্যে বেশ কিছু অপকৌশল পরিলক্ষিত হয়েছে। তন্মধ্যে একটি হলো কেউ তাদের কোনো অন্যায়ের প্রতিবাদ করলে বা আন্দোলন করলে তাকে জামায়াত বা শিবির আখ্যা দেয়া, আমরা দেখেছি কিভাবে তারা মেধাবী বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা করে শিবির আখ্যা দেযার চেষ্টা করেছে। জুলাই আন্দোলনে দেখেছি পুলিশ একজন আন্দোলনকারীকে চিৎকার করে বলছে তুই শিবির, তুই শিবির। প্রত্যন্ত গ্রাম থেকে মেধাবী ছাত্রীরা স্বপ্ন নিয়ে শহরে পড়তে আসে, আমরা দেখেছি তারা কিভাবে সেই ছাত্রীদের বিবস্ত্র করেছে, তাদের সম্মান নিয়ে টানাহেঁচড়ার করেছে। ব্রিটিশ সরকার একরকম স্বৈরাচার ছিল, আর বিগত সরকার ছিল তার চেয়ে বড় স্বৈরাচার। আমরা দেখেছি বিরোধী দল মতের মানুষের উপর কি নিষ্পেষণ তারা করেছে, আয়নাঘরে রেখেছে, রিমান্ডে নিয়ে পঙ্গু করে দিয়েছে। তোমাদের উদ্দেশ্যে বলি তোমরা শহীদের রক্তের সাথে বেইমানি করো না। দেশপ্রেমে বলীয়ান হও।”

শহীদ জাহিদের পিতা দুলাল মাস্টার বলেন, “আমি আর কষ্ট পাই না, কারণ আল্লাহ অনেকের মাঝে আমার সন্তানকে বেছে নিয়েছেন, কবুল করেছেন শহীদ হিসেবে এ কারণে আমি গর্বিত। আমি শহীদের পিতা”
শহীদ জুলকারনাইনের পিতা মো. আবদুল হাই বলেন, “অনেকে বলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, কিন্তু আমি বলি আর কারো যেনো রক্ত না ঝড়ে। কারণ যার হারায় সেই বোঝে, যে পিতামাতার সন্তান হারায় সেই পিতামাতাই বোঝে সন্তান হারানোর বেদনা”

স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি এডওয়ার্ড কলেজ শাখার সিনিয়র সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে মো. তানভীর ইসলাম, ছাত্র অধিকার পরিষদের মুখপাত্র সাদিয়া কুদ্দুস ও জেলা সভাপতি মো. ওয়ালিউর রহমান ওলি, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আসিফ আহমেদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. আবদুল আলিম এবং অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তালিম হোসেন।

অনুষ্ঠানে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মো. সাইফুল ইসলাম।
দোয়া শেষে জেলা প্রশাসক কর্তৃক পরিচালিত “জুলাই যুদ্ধ ২০২৫”-এর উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে দুপুরে অনুষ্ঠান শেষ হয়।