১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে কুষ্টিয়ার কুমারখালীতে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেলে কুমারখালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন এবং হাতে সাত দফা দাবিসহ প্ল্যাকার্ড বহন করেন।
জামায়াতের পক্ষ থেকে সমাবেশ ও মিছিলে যে সাত দফা দাবি তুলে ধরা হয়, তা হলো:
১. আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ।
২. জুলাইসহ সকল গণহত্যার বিচার।
৩. দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য প্রয়োজনীয় মৌলিক সংস্কার।
৪. জুলাই সনদ ও ঘোষণাপত্রের বাস্তবায়ন।
৫. জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের পুনর্বাসন।
৬. জনগণের প্রকৃত মত প্রতিফলনের জন্য পি.আর. (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন।
৭. এক কোটির বেশি প্রবাসী বাংলাদেশির ভোটাধিকার নিশ্চিত করা।
মিছিলে বক্তারা বলেন, “দেশে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরির লক্ষ্যে এই সাত দফা বাস্তবায়ন সময়ের দাবি। গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”
১৯ জুলাই ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে দেশব্যাপী অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ে জামায়াতের এমন কর্মসূচি চলমান রয়েছে।
কুষ্টিয়া