পৃথক দুটি হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার (১৬ জুলাই) সকালে এই আদেশ দেন।
এ ছাড়া পৃথক দুটি হত্যা মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আদালত- সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যাত্রাবাড়ী থানায় দায়ের করা রাসেল হত্যা মামলায় জাহাঙ্গীর আলমকে সাত দিন রিমান্ডে চেয়ে আবেদন করে পুলিশ। তাঁর আইনজীবী ফারজানা ইয়াসমিন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত জাহাঙ্গীর আলমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা রিটন উদ্দিন হত্যা মামলায় জাহাঙ্গীর আলমকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত জাহাঙ্গীর আলমের তিন দিনের মঞ্জুর করেন।
এর আগে আজ সকাল আটটার দিকে কারাগার থেকে জাহাঙ্গীর আলম ও কাজী মনিরুল হককে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। সকাল ১০টার পর তাঁদের আদালতকক্ষে তোলা হয়। শুনানি শেষ হলে আবার তাঁদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। গত বছরের ১ অক্টোবর জাহাঙ্গীর আলম গ্রেপ্তার হন। অন্যদিকে কাজী মনিরুল হক গত ২১ এপ্রিল গ্রেপ্তার হন।
ঢাকা ভয়েস ২৪/সোভান