ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নৌকা প্রতীক সংরক্ষিত থাকবে, তবে ব্যবহার হবে না: ইসি সচিব Logo গোপালগঞ্জে ৮টা থেকে কারফিউ জারি Logo গোপালগঞ্জে ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষে নিহত ৪ Logo ব্লকেড সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন: নাহিদ Logo এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’কর্মসূচিতে হামলায় ছাত্রশিবিরে গভীর উদ্বেগ ও নিন্দা Logo আবারও সারা দেশে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন Logo গোপালগঞ্জে ডিসির বাংলোয় নিষিদ্ধ ছাত্রলীগে হামলা, পুলিশ সদস্য আহত Logo দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, সংঘর্ষ চলছে Logo আ. লীগের হামলায় পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছে এনসিপি নেতারা Logo সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আট দিন রিমান্ডে

গোপালগঞ্জে এবার ইউএনও’র গাড়িতে হামলা-ভাঙচুর

আজ বুধবার সকাল ১১টার দিকে সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের গান্দিয়াসুর এলাকায় এ ঘটনা ঘটে।

ইউএনও এম রকিবুল হাসান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য ওই এলাকার যাচ্ছিলেন। এসময় ২০-৩০ জন ‘দুর্বৃত্তের’ একটি দল অতর্কিতে তার গাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে।

এ ঘটনায় কেউ আহত হয়নি জানিয়ে ইউএনও বলেন, ‘হামলার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে আমাদের উদ্ধার করেন।’

এখন নিরাপদে আছেন বলেও জানিয়েছেন ইউএনও।

এর আগে, সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার উলপুর সংযোগ সড়কে (লিংক রোড) পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনসিপির মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পথসভার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে মার্চ টু গোপালগঞ্জ।’

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল প্রথমে সেই কর্মসূচিতে বাধা দেয়। পরে তারা পুলিশের একটি গাড়িতে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে আশপাশের ফাঁড়ি থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি বর্তমানে ঘটনাস্থলে আছি।

ঢাকা ভয়েস ২৪/সোভান

জনপ্রিয় সংবাদ

নৌকা প্রতীক সংরক্ষিত থাকবে, তবে ব্যবহার হবে না: ইসি সচিব

গোপালগঞ্জে এবার ইউএনও’র গাড়িতে হামলা-ভাঙচুর

আপডেট সময় ১২:৫৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

আজ বুধবার সকাল ১১টার দিকে সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের গান্দিয়াসুর এলাকায় এ ঘটনা ঘটে।

ইউএনও এম রকিবুল হাসান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য ওই এলাকার যাচ্ছিলেন। এসময় ২০-৩০ জন ‘দুর্বৃত্তের’ একটি দল অতর্কিতে তার গাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে।

এ ঘটনায় কেউ আহত হয়নি জানিয়ে ইউএনও বলেন, ‘হামলার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে আমাদের উদ্ধার করেন।’

এখন নিরাপদে আছেন বলেও জানিয়েছেন ইউএনও।

এর আগে, সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার উলপুর সংযোগ সড়কে (লিংক রোড) পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনসিপির মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পথসভার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে মার্চ টু গোপালগঞ্জ।’

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল প্রথমে সেই কর্মসূচিতে বাধা দেয়। পরে তারা পুলিশের একটি গাড়িতে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে আশপাশের ফাঁড়ি থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি বর্তমানে ঘটনাস্থলে আছি।

ঢাকা ভয়েস ২৪/সোভান