কমলনগরে এক সন্তানের জননী বিধবা এক নারী বিয়ের দাবিতে প্রেমিক আবুল কালামের বাড়িতে এসে দুইদিন ধরে অনশন করছেন।
ভুক্তভোগী নারীর দাবি বিয়ের আশ্বাসে কালাম তাকে চট্টগ্রামের ছোটপোল এলাকার একটি ভাড়া বাসায় রেখে দীর্ঘদিন ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক চালিয়ে আসছিল।
এরইমধ্যে প্রেমিক আবুল কালামকে বিয়ের জন্য চাপ দিলে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়ে গা-ঢাকা দেন বলে অভিযোগ ভুক্তভোগীর।
একপর্যায়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে রোববার সন্ধ্যার পর কালামের বাড়িতে এসে অবস্থান নেন এবং বিয়ের দাবিতে অনশন শুরু করেন তিনি।
রোববার উপজেলার চর মার্টিন ইউনিয়নের উত্তর মার্টিন শান্তিরহাট বাজার নিকটবর্তী পিয়াজের গাড়িওয়ালাগো বাড়িতে এ ঘটনা ঘটে। তবে প্রকাশ্যে আসে মঙ্গলবার বিকালে।
অভিযুক্ত আবুল কালাম সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দ কবির হোসেনের ছেলে। এ বিষয়ে অভিযুক্ত আবুল কালামের মোবাইলে একাধিকবার ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়।
কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেছেন, বিষয়টি সম্পর্কে এখনো কেউ জানায়নি। অভিযোগ পেলে ভুক্তভোগীকে আইনগত সহায়তা দেওয়া হবে।