ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাবনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের সংবর্ধনা আনুষ্ঠান Logo কুষ্টিয়ায় স্কুল ছাত্রীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়ানোর ঘটনায় শিক্ষক র‍্যাবের হাতে আটক Logo চটজলদি প্রেসিডেন্টের ছবি নামান,মধ্যরাতে মিশনে মিশনে ঢাকার ফোন Logo ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তার স্ত্রী তিশা Logo গাজার ১০ লাখ নারী ও কিশোরী চরম অনাহারে Logo দেশের প্রথম ভ্যাকসিন ও অ্যান্টিভেনম উৎপাদন প্লান্ট হচ্ছে মুন্সিগঞ্জে Logo ঢাকায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস Logo কক্সবাজারে হঠাৎ অসুস্থ উপদেষ্টা ফারুকী, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ Logo গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে ৬১ হাজার ৮৯৭ Logo আসন দিয়ে আমাদের কেনা যাবে না-হাসনাত

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে বাংলাদেশের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। তাঁকে অধিনায়ক করার কথা আজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, লিটন এক মাসের জন্য ছুটি চেয়েছে। সামনের দুটি টেস্ট সে খেলবে না। সে পরিবারকে সময় দিতে চাচ্ছে। আমরা প্রথম টেস্টটা খেলতে বলেছিলাম। কিন্তু সে বারবার চাপ দিচ্ছিল। তাই ছুটি দিয়েছি। লিটন না থাকায় নাজমুলকে অধিনায়ক করার কথা জানিয়ে জালাল ইউনুস বলেছেন, সামনের দুটি টেস্টে শান্ত (নাজমুল) অধিনায়ক।

সাকিব না থাকায় ওয়ানডে দলের অধিনায়কত্ব নিয়েও ভাবতে হচ্ছে। তাঁকে ওয়ানডে দলের দায়িত্ব দেওয়া হয়েছিল শুধু বিশ্বকাপের জন্য। এদিকে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহেই নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের আগে সুস্থ হয়ে উঠলে সাকিবই দলকে নেতৃত্ব দেবেন, নাকি নতুন অধিনায়ক ঘোষণা করা হবে—এ প্রশ্নের উত্তরে জালাল ইউনুস বলেছেন, সাকিব এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ২৮ নভেম্বরের পর জানা যাবে।

আরেক অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গেও বসতে চায় ক্রিকেট বোর্ড। জালাল ইউনুস জানিয়েছেন, ২২ নভেম্বর তামিমের সঙ্গে বসে তাঁর ভবিষ্যৎ ভাবনা জানতে চাইবে বিসিবি।

এ ছাড়া আসন্ন নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের ভূমিকায় দেখা যাবে বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ ডেভিড হেম্পকে। অ্যালান ডোনাল্ড না থাকায় হাই পারফরম্যান্স বিভাগের পেস বোলিং কোচ কোরি কলিমোর নিউজিল্যান্ড সিরিজে পেস বোলিং কোচের দায়িত্বে থাকবেন। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে বিসিবির চুক্তি ৩০ নভেম্বর পর্যন্ত। ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমটের চুক্তি ৩১ ডিসেম্বর পর্যন্ত। জালাল ইউনুস জানিয়েছেন, দুজনেরই চুক্তি যত দিন আছে, তত দিন বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ নভেম্বর, সিলেটে। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকায়, শুরু ৬ ডিসেম্বর। আজকেই নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাবনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের সংবর্ধনা আনুষ্ঠান

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত

আপডেট সময় ০৭:৪১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে বাংলাদেশের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। তাঁকে অধিনায়ক করার কথা আজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, লিটন এক মাসের জন্য ছুটি চেয়েছে। সামনের দুটি টেস্ট সে খেলবে না। সে পরিবারকে সময় দিতে চাচ্ছে। আমরা প্রথম টেস্টটা খেলতে বলেছিলাম। কিন্তু সে বারবার চাপ দিচ্ছিল। তাই ছুটি দিয়েছি। লিটন না থাকায় নাজমুলকে অধিনায়ক করার কথা জানিয়ে জালাল ইউনুস বলেছেন, সামনের দুটি টেস্টে শান্ত (নাজমুল) অধিনায়ক।

সাকিব না থাকায় ওয়ানডে দলের অধিনায়কত্ব নিয়েও ভাবতে হচ্ছে। তাঁকে ওয়ানডে দলের দায়িত্ব দেওয়া হয়েছিল শুধু বিশ্বকাপের জন্য। এদিকে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহেই নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের আগে সুস্থ হয়ে উঠলে সাকিবই দলকে নেতৃত্ব দেবেন, নাকি নতুন অধিনায়ক ঘোষণা করা হবে—এ প্রশ্নের উত্তরে জালাল ইউনুস বলেছেন, সাকিব এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ২৮ নভেম্বরের পর জানা যাবে।

আরেক অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গেও বসতে চায় ক্রিকেট বোর্ড। জালাল ইউনুস জানিয়েছেন, ২২ নভেম্বর তামিমের সঙ্গে বসে তাঁর ভবিষ্যৎ ভাবনা জানতে চাইবে বিসিবি।

এ ছাড়া আসন্ন নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের ভূমিকায় দেখা যাবে বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ ডেভিড হেম্পকে। অ্যালান ডোনাল্ড না থাকায় হাই পারফরম্যান্স বিভাগের পেস বোলিং কোচ কোরি কলিমোর নিউজিল্যান্ড সিরিজে পেস বোলিং কোচের দায়িত্বে থাকবেন। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে বিসিবির চুক্তি ৩০ নভেম্বর পর্যন্ত। ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমটের চুক্তি ৩১ ডিসেম্বর পর্যন্ত। জালাল ইউনুস জানিয়েছেন, দুজনেরই চুক্তি যত দিন আছে, তত দিন বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ নভেম্বর, সিলেটে। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকায়, শুরু ৬ ডিসেম্বর। আজকেই নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করা হবে।