পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল। যুদ্ধকালীন সময় সরকারে রদবদলের অংশ হিসেবে মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি।
এরই মধ্যে দেশটির নতুন প্রধানমন্ত্রীর নামও ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
দেশটির উপ-প্রধানমন্ত্রী সভিরিডেনকোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট। সভিরিডেনকো এর আগে অর্থমন্ত্রীর দায়িত্বপালন করেছেন। এছাড়া তিনি জেলেনস্কির বেশ ঘনিষ্ঠ মিত্রদের একজন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, ২০২০ সাল থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করেছেন শ্যামিহাল। এরপর তাকে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর পদে নিয়োগ দিতে পারেন জেলেনস্কি। এদিকে চলতি সপ্তাহের শেষের দিকে সভিরিডেনকোর মনোনয়নের ওপর ভুটাভুটি করবে পার্লামেন্ট। ইতিমধ্যেই আগামী ছয়মাসের কর্মপরিকল্পনা নিয়ে তার সঙ্গে আলাপ সেরে ফেলেছেন জেলেনস্কি। এতে বুঝা যায় সভিরিডেনকোই ইউক্রেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন।
টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, আমরা ইতিমধ্যেই নতুন সরকার গঠনের বিষয়ে প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করেছি। তিনি আরও বলেন, নতুন সরকারের কাজ হবে দেশীয় অস্ত্র উৎপাদন এবং দেশের অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে সংস্কার করা।