ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাবনার পুলিশ প্রশাসনের উপর অনাস্থা জানিয়ে বিক্ষুদ্ধ ছাত্রজনতার মানববন্ধন Logo লতিফ সিদ্দিকীর ও ঢাবি আইন বিভাগের অধ্যাপক ডিবি হেফাজতে Logo ডাকসু নির্বাচনে ছাত্রদলের ১০ দফা ইশতেহার ঘোষণা Logo খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির Logo ৩ দফা দাবিতে আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থীদের ব্লকেড, যান চলাচল বন্ধ Logo পাথরকাণ্ডে মিথ্যা অপবাদের প্রতিবাদে এবার রাজপথে নামছে সিলেট জামায়াত Logo প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সাথে পরকীয়া, দুই বন্ধুর মাথা ন্যাড়া করে পুলিশের হাতে সোপর্দ Logo শহিদ আবু সাঈদ হত্যার মামলার সাক্ষ্যগ্রহণ শুরু Logo ‘তারেক রহমান দেশে ফিরলেই পাল্টে যাবে রাজনীতির দৃশ্যপট’-যুবদল সভাপতি Logo সুন্দরগঞ্জে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে অনিয়ম, প্রতিবাদে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

ছাত্রশিবিরের দাবিতে জবিতে ক্যান্টিনে নারীদের জন্য পৃথক স্থান

ছাত্রশিবিরের দাবিতে জবিতে ক্যান্টিনে নারীদের জন্য পৃথক স্থান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নারী শিক্ষার্থীদের জন্য ক্যাফেটেরিয়ায় পৃথক বসার ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। ছাত্রশিবির শাখার দাবির প্রেক্ষিতে নেয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১৫ জুলাই) ক্যাফেটেরিয়ায় গিয়ে দেখা যায়, থাই গ্লাস দিয়ে পার্টিশন নির্মাণের কাজ চলমান। ক্যাফেটেরিয়ার কর্মচারীদের ভাষ্যমতে, কাজটি শুরু হয়েছে গতকাল থেকেই।

এর আগে, গত ২৭ জানুয়ারি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বরাবর ৭ দফা দাবি পেশ করে স্মারকলিপি জমা দেয় জবি শাখা ছাত্রশিবির। সেখানে পূর্ণ পর্দা রক্ষা করে খাবার খেতে চায় এমন নারী শিক্ষার্থীদের জন্য ক্যাফেটেরিয়ায় আলাদা বসার ব্যবস্থা করার দাবি জানায় সংগঠনটি। দাবি জানানোর ৫ মাস পর এই উদ্যোগ নিতে দেখা যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।

প্রশাসনের এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করে জবি শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন,’আমাদের দাবিগুলো উপাচার্য সাদরে গ্রহণ করেছিলেন। দেরিতে হলেও প্রশাসন এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এর জন্য আমরা ছাত্রশিবিরের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বাকি দাবিগুলোও যেন শীঘ্রই আমলে নেয় আমরা সেই আশা করি।

জবি শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাফেটেরিয়ায় নারীদের জন্য পর্দার সুব্যবস্থাসহ খাবার পরিবেশনের ব্যবস্থা করেছে, এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। অতি দ্রুত বাকি দাবিগুলো তারা পূরণ করবে এবং নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও উপযোগী ক্যাম্পাস গড়ে তুলবে।

জনপ্রিয় সংবাদ

পাবনার পুলিশ প্রশাসনের উপর অনাস্থা জানিয়ে বিক্ষুদ্ধ ছাত্রজনতার মানববন্ধন

ছাত্রশিবিরের দাবিতে জবিতে ক্যান্টিনে নারীদের জন্য পৃথক স্থান

আপডেট সময় ০৯:১৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নারী শিক্ষার্থীদের জন্য ক্যাফেটেরিয়ায় পৃথক বসার ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। ছাত্রশিবির শাখার দাবির প্রেক্ষিতে নেয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১৫ জুলাই) ক্যাফেটেরিয়ায় গিয়ে দেখা যায়, থাই গ্লাস দিয়ে পার্টিশন নির্মাণের কাজ চলমান। ক্যাফেটেরিয়ার কর্মচারীদের ভাষ্যমতে, কাজটি শুরু হয়েছে গতকাল থেকেই।

এর আগে, গত ২৭ জানুয়ারি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বরাবর ৭ দফা দাবি পেশ করে স্মারকলিপি জমা দেয় জবি শাখা ছাত্রশিবির। সেখানে পূর্ণ পর্দা রক্ষা করে খাবার খেতে চায় এমন নারী শিক্ষার্থীদের জন্য ক্যাফেটেরিয়ায় আলাদা বসার ব্যবস্থা করার দাবি জানায় সংগঠনটি। দাবি জানানোর ৫ মাস পর এই উদ্যোগ নিতে দেখা যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।

প্রশাসনের এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করে জবি শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন,’আমাদের দাবিগুলো উপাচার্য সাদরে গ্রহণ করেছিলেন। দেরিতে হলেও প্রশাসন এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এর জন্য আমরা ছাত্রশিবিরের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বাকি দাবিগুলোও যেন শীঘ্রই আমলে নেয় আমরা সেই আশা করি।

জবি শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাফেটেরিয়ায় নারীদের জন্য পর্দার সুব্যবস্থাসহ খাবার পরিবেশনের ব্যবস্থা করেছে, এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। অতি দ্রুত বাকি দাবিগুলো তারা পূরণ করবে এবং নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও উপযোগী ক্যাম্পাস গড়ে তুলবে।