ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যারা আগে আ‘মী লীগে ছিলেন, তাদের বিএনপিতে আসা নিয়ে কেউ যেন হাসি-ঠাট্টা না করে Logo বিএনপি ভাঙার মিশন:জিএম কাদেরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে এনায়েত Logo চুয়াডাঙ্গায় পূর্ব শক্রতার জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা Logo যারা হাসিনার সঙ্গে আঁতাত করে চলছিলো তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : সরওয়ার Logo কুমিল্লায় চোর সন্দেহে যুবককে আটকে কুকুর লেলিয়ে নির্যাতন Logo যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ জন Logo চলন্ত ট্রেনে সন্তান প্রসব, সুস্থ মা ও শিশু Logo বিয়ের কথা পাকাপক্ত করলেন হান্নান মাসউদ, পাত্রী কে Logo অস্বাভাবিক হারে বাড়ছে ডেঙ্গুতে মৃত্যু-শনাক্ত হার Logo যে এলাকায় আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ছাত্রশিবিরের দাবিতে জবিতে ক্যান্টিনে নারীদের জন্য পৃথক স্থান

ছাত্রশিবিরের দাবিতে জবিতে ক্যান্টিনে নারীদের জন্য পৃথক স্থান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নারী শিক্ষার্থীদের জন্য ক্যাফেটেরিয়ায় পৃথক বসার ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। ছাত্রশিবির শাখার দাবির প্রেক্ষিতে নেয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১৫ জুলাই) ক্যাফেটেরিয়ায় গিয়ে দেখা যায়, থাই গ্লাস দিয়ে পার্টিশন নির্মাণের কাজ চলমান। ক্যাফেটেরিয়ার কর্মচারীদের ভাষ্যমতে, কাজটি শুরু হয়েছে গতকাল থেকেই।

এর আগে, গত ২৭ জানুয়ারি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বরাবর ৭ দফা দাবি পেশ করে স্মারকলিপি জমা দেয় জবি শাখা ছাত্রশিবির। সেখানে পূর্ণ পর্দা রক্ষা করে খাবার খেতে চায় এমন নারী শিক্ষার্থীদের জন্য ক্যাফেটেরিয়ায় আলাদা বসার ব্যবস্থা করার দাবি জানায় সংগঠনটি। দাবি জানানোর ৫ মাস পর এই উদ্যোগ নিতে দেখা যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।

প্রশাসনের এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করে জবি শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন,’আমাদের দাবিগুলো উপাচার্য সাদরে গ্রহণ করেছিলেন। দেরিতে হলেও প্রশাসন এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এর জন্য আমরা ছাত্রশিবিরের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বাকি দাবিগুলোও যেন শীঘ্রই আমলে নেয় আমরা সেই আশা করি।

জবি শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাফেটেরিয়ায় নারীদের জন্য পর্দার সুব্যবস্থাসহ খাবার পরিবেশনের ব্যবস্থা করেছে, এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। অতি দ্রুত বাকি দাবিগুলো তারা পূরণ করবে এবং নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও উপযোগী ক্যাম্পাস গড়ে তুলবে।

জনপ্রিয় সংবাদ

যারা আগে আ‘মী লীগে ছিলেন, তাদের বিএনপিতে আসা নিয়ে কেউ যেন হাসি-ঠাট্টা না করে

ছাত্রশিবিরের দাবিতে জবিতে ক্যান্টিনে নারীদের জন্য পৃথক স্থান

আপডেট সময় ০৯:১৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নারী শিক্ষার্থীদের জন্য ক্যাফেটেরিয়ায় পৃথক বসার ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। ছাত্রশিবির শাখার দাবির প্রেক্ষিতে নেয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১৫ জুলাই) ক্যাফেটেরিয়ায় গিয়ে দেখা যায়, থাই গ্লাস দিয়ে পার্টিশন নির্মাণের কাজ চলমান। ক্যাফেটেরিয়ার কর্মচারীদের ভাষ্যমতে, কাজটি শুরু হয়েছে গতকাল থেকেই।

এর আগে, গত ২৭ জানুয়ারি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বরাবর ৭ দফা দাবি পেশ করে স্মারকলিপি জমা দেয় জবি শাখা ছাত্রশিবির। সেখানে পূর্ণ পর্দা রক্ষা করে খাবার খেতে চায় এমন নারী শিক্ষার্থীদের জন্য ক্যাফেটেরিয়ায় আলাদা বসার ব্যবস্থা করার দাবি জানায় সংগঠনটি। দাবি জানানোর ৫ মাস পর এই উদ্যোগ নিতে দেখা যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।

প্রশাসনের এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করে জবি শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন,’আমাদের দাবিগুলো উপাচার্য সাদরে গ্রহণ করেছিলেন। দেরিতে হলেও প্রশাসন এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এর জন্য আমরা ছাত্রশিবিরের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বাকি দাবিগুলোও যেন শীঘ্রই আমলে নেয় আমরা সেই আশা করি।

জবি শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাফেটেরিয়ায় নারীদের জন্য পর্দার সুব্যবস্থাসহ খাবার পরিবেশনের ব্যবস্থা করেছে, এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। অতি দ্রুত বাকি দাবিগুলো তারা পূরণ করবে এবং নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও উপযোগী ক্যাম্পাস গড়ে তুলবে।