ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জোটসঙ্গীর পদত্যাগে নেতানিয়াহু সরকার পতনের ঝুঁকিতে

জোটসঙ্গীর পদত্যাগে নেতানিয়াহু সরকার পতনের ঝুঁকিতে

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার বড় ধরনের সঙ্কটে পড়েছে। হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে একাধিক শরিক দল জোট ছাড়ার হুঁশিয়ারি দিয়ে এসেছে এতদিন। তবে হুট করেই জোট ত্যাগের ঘোষণা দিয়েছে জোট সরকারের অন্যতম শরীক একটি দল।

মঙ্গলবার (১৫ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট সরকারের অন্যতম স্তম্ভ অতি-অর্থোডক্স ইউনাইটেড তোরাহ জুডাইজম জোট ত্যাগের ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে দলটি জানিয়েছে, একটি সামরিক খসড়া বিলকে কেন্দ্র করে মতপার্থক্যের কারণে তারা জোট ছাড়ছে। প্রস্তাবিত ওই বিলে ইহুদি সেমিনারি শিক্ষার্থীদের মর্যাদা নিশ্চিত করা কথা ছিল। যা তারা ধর্মীয় সেমিনারিতে ইহুদি ধর্মগ্রন্থ অধ্যয়নে নিযুক্ত থাকার কারণে পাওয়ার কথা। কিন্তু সরকার বরাবরই এই প্রতিশ্রুতি লঙ্ঘণ করেছে।

বিবৃতিতে দলটির আইনপ্রণেতারা ‘জোট ও সরকার থেকে তাদের পদত্যাগ’ ঘোষণা করেছেন। তাদের এই সিদ্ধান্ত আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর হবে। এর ফলে নেতানিয়াহু সংসদে একটি অত্যন্ত ক্ষীণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শাসন করতে বাধ্য হবেন। তখন সরকার পরিচালনার ক্ষেত্রে তাকে আরো বেশি নির্ভর করতে হবে দু’টি অতি-ডানপন্থী দলের ওপর।

এই ডানপন্থী দলগুলো হামাসের সাথে যুদ্ধবিরতি আলোচনার বিরোধিতা করছে এবং গাজায় যুদ্ধ স্থগিত বা শেষ করার যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। এমনকি তারা এ ধরনের পদক্ষেপের কারণে সরকার ছেড়ে দেয়ার হুমকিও দিয়ে রেখেছে।

জনপ্রিয় সংবাদ

পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

জোটসঙ্গীর পদত্যাগে নেতানিয়াহু সরকার পতনের ঝুঁকিতে

আপডেট সময় ০৯:০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার বড় ধরনের সঙ্কটে পড়েছে। হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে একাধিক শরিক দল জোট ছাড়ার হুঁশিয়ারি দিয়ে এসেছে এতদিন। তবে হুট করেই জোট ত্যাগের ঘোষণা দিয়েছে জোট সরকারের অন্যতম শরীক একটি দল।

মঙ্গলবার (১৫ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট সরকারের অন্যতম স্তম্ভ অতি-অর্থোডক্স ইউনাইটেড তোরাহ জুডাইজম জোট ত্যাগের ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে দলটি জানিয়েছে, একটি সামরিক খসড়া বিলকে কেন্দ্র করে মতপার্থক্যের কারণে তারা জোট ছাড়ছে। প্রস্তাবিত ওই বিলে ইহুদি সেমিনারি শিক্ষার্থীদের মর্যাদা নিশ্চিত করা কথা ছিল। যা তারা ধর্মীয় সেমিনারিতে ইহুদি ধর্মগ্রন্থ অধ্যয়নে নিযুক্ত থাকার কারণে পাওয়ার কথা। কিন্তু সরকার বরাবরই এই প্রতিশ্রুতি লঙ্ঘণ করেছে।

বিবৃতিতে দলটির আইনপ্রণেতারা ‘জোট ও সরকার থেকে তাদের পদত্যাগ’ ঘোষণা করেছেন। তাদের এই সিদ্ধান্ত আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর হবে। এর ফলে নেতানিয়াহু সংসদে একটি অত্যন্ত ক্ষীণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শাসন করতে বাধ্য হবেন। তখন সরকার পরিচালনার ক্ষেত্রে তাকে আরো বেশি নির্ভর করতে হবে দু’টি অতি-ডানপন্থী দলের ওপর।

এই ডানপন্থী দলগুলো হামাসের সাথে যুদ্ধবিরতি আলোচনার বিরোধিতা করছে এবং গাজায় যুদ্ধ স্থগিত বা শেষ করার যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। এমনকি তারা এ ধরনের পদক্ষেপের কারণে সরকার ছেড়ে দেয়ার হুমকিও দিয়ে রেখেছে।