ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৪০ দেশের প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন Logo ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত করলো বিএনপি Logo শোকজের জবাবে যা লিখলেন ফজলুর রহমান Logo পরীক্ষার সময় ছাত্রদলের উচ্চস্বরে স্লোগান, ইসলামী ছাত্র আন্দোলনের নিন্দা Logo ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের পোস্টার ফেলে দেওয়ার অভিযোগ Logo তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি’র আর্টিকেল ৫.৩ ব্যত্যয় না করার আহবান Logo শপথ নিয়েছেন হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতি Logo বিমানবন্দরে বিদেশি নারীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার মাদক জব্দ Logo ডাকসু নির্বাচনে মোতায়েন করা হবে সেনাবাহিনী Logo জুলাই গণহত্যা:আজ শেখ হাসিনার বিরুদ্ধে ৯ম দিনের সাক্ষ্যগ্রহণ

নেতানিয়াহুর সরকার থেকে বেরিয়ে গেল ইসরায়েলের কট্টরপন্থী দল ইউটিজে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট সরকার থেকে বেরিয়ে গেছে দেশটির কট্টরপন্থী দল ইউনাইটেড তোরা জুডাইয়াজম (ইউটিজে)। ফলে নেতানিয়াহুর সরকার টিকে থাকা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে, ইউটিজের সাত সদস্যের মধ্যে ছয়জনই সোমবার রাতে সংসদ সদস্য (নেসেট) পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাধ্যতামূলক সামরিক নিয়োগ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

দলটির চেয়ারম্যান ইতজাক গোল্ডনফ এক মাস আগেই পদত্যাগ করেন। তার মুখপাত্র নিশ্চিত করেন, ইউটিজের সব সদস্যই এখন সরকার থেকে সরে দাঁড়িয়েছেন।

ইউটিজে দুটি অংশ নিয়ে গঠিত—ডেগেল হা’তোরা ও আগুদাত ইসরায়েল। ডেগেল হা’তোরা জানিয়েছে, তাদের প্রধান ধর্মীয় নেতা ডভ ল্যান্ডোর নির্দেশ অনুযায়ীই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে তারা জানায়, সরকার বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যা ছিল ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অব্যাহতি নিশ্চিত করার প্রতিশ্রুতি। তাই দলের সংসদ সদস্যরা জোট ও সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এই পদক্ষেপের ফলে ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা দাঁড়িয়েছে মাত্র ৬১টি আসনে, অর্থাৎ সরকার থাকবে একেবারে টিকে থাকার সীমারেখায়।

তবে অপর কট্টরপন্থী দল শাস-ও জোট ছাড়বে বলে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেক্ষেত্রে নেতানিয়াহুর দলের আসন সংখ্যা দাঁড়াবে ৫০টিতে। এতে সরকার ভেঙে পড়বে।

কট্টরপন্থী আইনপ্রণেতারা অনেক দিন ধরেই সামরিক নিয়োগবিষয়ক বিতর্কিত বিল নিয়ে সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়ে আসছিলেন। তারা দাবি করেন, ইয়েশিভা বা ধর্মীয় সেমিনারিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে স্থায়ীভাবে অব্যাহতির প্রতিশ্রুতি তাদের সঙ্গে জোট চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।

গত জুনে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে নেতানিয়াহুর জোট অল্পের জন্য টিকে যায়। তখন কট্টরপন্থী দলগুলোর সঙ্গে একটি আপসের মাধ্যমে বিলটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

ইসরায়েলে সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক হলেও কট্টরপন্থী ইহুদি তরুণদের দীর্ঘদিন ধরে ছাড় দেওয়া হতো। কিন্তু গত বছর সর্বোচ্চ আদালত প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেয়—এই অনিয়ম বন্ধ করে ইয়েশিভা শিক্ষার্থীদেরও নিয়োগ দিতে হবে।

নেতানিয়াহু নিজেও নতুন সেনা নিয়োগ বিল নিয়ে সমস্যার সমাধানে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তবে তার দল লিকুদ থেকে এসেছে ব্যাপক চাপ—যাতে আরও কট্টরপন্থী তরুণদের সেনাবাহিনীতে নেওয়া হয় এবং নিয়োগ এড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এই চাপে নতুন করে সংকটে পড়ে শাস দলও, যারা দাবি করছে— তাদের সদস্যদের স্থায়ীভাবে সেনাবাহিনী থেকে অব্যাহতির নিশ্চয়তা দিতে হবে।

২০২২ সালের ডিসেম্বরে গঠিত নেতানিয়াহুর বর্তমান জোট সরকারকে ইসরায়েলের ইতিহাসে অন্যতম ডানপন্থী ও কট্টরপন্থী সরকার হিসেবে বিবেচনা করা হয়। সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল


ঢাকা ভয়েস ২৪/এইচবি

 

জনপ্রিয় সংবাদ

৪০ দেশের প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

নেতানিয়াহুর সরকার থেকে বেরিয়ে গেল ইসরায়েলের কট্টরপন্থী দল ইউটিজে

আপডেট সময় ০৬:১৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট সরকার থেকে বেরিয়ে গেছে দেশটির কট্টরপন্থী দল ইউনাইটেড তোরা জুডাইয়াজম (ইউটিজে)। ফলে নেতানিয়াহুর সরকার টিকে থাকা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে, ইউটিজের সাত সদস্যের মধ্যে ছয়জনই সোমবার রাতে সংসদ সদস্য (নেসেট) পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাধ্যতামূলক সামরিক নিয়োগ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

দলটির চেয়ারম্যান ইতজাক গোল্ডনফ এক মাস আগেই পদত্যাগ করেন। তার মুখপাত্র নিশ্চিত করেন, ইউটিজের সব সদস্যই এখন সরকার থেকে সরে দাঁড়িয়েছেন।

ইউটিজে দুটি অংশ নিয়ে গঠিত—ডেগেল হা’তোরা ও আগুদাত ইসরায়েল। ডেগেল হা’তোরা জানিয়েছে, তাদের প্রধান ধর্মীয় নেতা ডভ ল্যান্ডোর নির্দেশ অনুযায়ীই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে তারা জানায়, সরকার বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যা ছিল ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অব্যাহতি নিশ্চিত করার প্রতিশ্রুতি। তাই দলের সংসদ সদস্যরা জোট ও সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এই পদক্ষেপের ফলে ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা দাঁড়িয়েছে মাত্র ৬১টি আসনে, অর্থাৎ সরকার থাকবে একেবারে টিকে থাকার সীমারেখায়।

তবে অপর কট্টরপন্থী দল শাস-ও জোট ছাড়বে বলে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেক্ষেত্রে নেতানিয়াহুর দলের আসন সংখ্যা দাঁড়াবে ৫০টিতে। এতে সরকার ভেঙে পড়বে।

কট্টরপন্থী আইনপ্রণেতারা অনেক দিন ধরেই সামরিক নিয়োগবিষয়ক বিতর্কিত বিল নিয়ে সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়ে আসছিলেন। তারা দাবি করেন, ইয়েশিভা বা ধর্মীয় সেমিনারিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে স্থায়ীভাবে অব্যাহতির প্রতিশ্রুতি তাদের সঙ্গে জোট চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।

গত জুনে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে নেতানিয়াহুর জোট অল্পের জন্য টিকে যায়। তখন কট্টরপন্থী দলগুলোর সঙ্গে একটি আপসের মাধ্যমে বিলটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

ইসরায়েলে সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক হলেও কট্টরপন্থী ইহুদি তরুণদের দীর্ঘদিন ধরে ছাড় দেওয়া হতো। কিন্তু গত বছর সর্বোচ্চ আদালত প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেয়—এই অনিয়ম বন্ধ করে ইয়েশিভা শিক্ষার্থীদেরও নিয়োগ দিতে হবে।

নেতানিয়াহু নিজেও নতুন সেনা নিয়োগ বিল নিয়ে সমস্যার সমাধানে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তবে তার দল লিকুদ থেকে এসেছে ব্যাপক চাপ—যাতে আরও কট্টরপন্থী তরুণদের সেনাবাহিনীতে নেওয়া হয় এবং নিয়োগ এড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এই চাপে নতুন করে সংকটে পড়ে শাস দলও, যারা দাবি করছে— তাদের সদস্যদের স্থায়ীভাবে সেনাবাহিনী থেকে অব্যাহতির নিশ্চয়তা দিতে হবে।

২০২২ সালের ডিসেম্বরে গঠিত নেতানিয়াহুর বর্তমান জোট সরকারকে ইসরায়েলের ইতিহাসে অন্যতম ডানপন্থী ও কট্টরপন্থী সরকার হিসেবে বিবেচনা করা হয়। সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল


ঢাকা ভয়েস ২৪/এইচবি