ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডাকসুর ব্যালটে সতর্কতা: টিক নয়, দিতে হবে ক্রস চিহ্ন Logo নকল আইডি কার্ড দেখিয়ে ঢাবিতে প্রবেশের চেষ্টা, যুবক আটক Logo ভুয়া আইডি কার্ড দেখিয়ে ঢাবিতে প্রবেশের চেষ্টা, দুই যুবক আটক Logo হ্যাভিওয়েট প্রার্থীরা কে কোন কেন্দ্রে ভোট দেবেন Logo দেশের মানুষের পাতে জুটছে না ইলিশ, তবু ভারতে রপ্তানির সিদ্ধান্ত Logo এবার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল নেপালে Logo রাত পোহালেই ডাকসু নির্বাচন : যেভাবে ভোট দিবে শিক্ষার্থীরা Logo যেদিন আমরা রাস্তায় নামব লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না Logo জামালপুরে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তির ৮ বছরের কারাদন্ড Logo বিক্ষোভে উত্তাল নেপাল: ‘নৈতিক কারণে’ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

নির্বাচন সামনে রেখে কেন্দ্রভিত্তিক টিম করছে ছাত্রলীগ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করতে সংগঠনের প্রতিটি জেলা ও মহানগর ইউনিটকে ভোটকেন্দ্রভিত্তিক টিম বা দল গঠনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এসব টিমকে প্রশিক্ষণ দেওয়া হবে।

গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জেলা ও মহানগর ইউনিটগুলোকে কেন্দ্রভিত্তিক এসব টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রভিত্তিক টিম গঠন করতে যাচ্ছে ছাত্রলীগ।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি জেলা ও মহানগর ইউনিটকে কেন্দ্রভিত্তিক টিম গঠনের নির্দেশনা দেওয়া হচ্ছে। প্রতি টিমে সদস্য থাকবেন ২০ জন। সদস্যদের সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার হতে হবে। সংশ্লিষ্ট জেলা-মহানগরে গঠিত টিমগুলোকে কেন্দ্রের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হবে।

২৬ নভেম্বরের মধ্যে এসব টিম গঠনের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করে দেশ ও মানুষের স্বপ্ন-আশা-আকাঙ্ক্ষা পূরণে ছাত্রলীগের প্রত্যেক নেতা-কর্মীকে আত্মনিয়োগ করতে হবে।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, সারা দেশে ছাত্রলীগের ৫০ লাখের বেশি নেতা-কর্মী আছে। প্রতিটি ওয়ার্ডের ভোটারসংখ্যার ওপর ভিত্তি করে সাধারণত ২ থেকে ৪টি করে কেন্দ্র আছে। আমাদের ওয়ার্ড কমিটির নেতা-কর্মীর সংখ্যা এর চেয়ে বেশি। এর বাইরে সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান আছে, উপজেলা পর্যায়ের নেতারা আছেন। মূলত প্রতিটি ওয়ার্ডের সবচেয়ে ভালো সংগঠকদের (একই সঙ্গে সেই ওয়ার্ডের ভোটার) বেছে নিয়ে আমরা টিম গঠন করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী করার জন্য টিমগুলোর নেতৃত্বে আমরা নির্বাচনী প্রচারণা করব, ভোটারদের কাছে উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশের বার্তা নিয়ে যাব।’

জনপ্রিয় সংবাদ

ডাকসুর ব্যালটে সতর্কতা: টিক নয়, দিতে হবে ক্রস চিহ্ন

নির্বাচন সামনে রেখে কেন্দ্রভিত্তিক টিম করছে ছাত্রলীগ

আপডেট সময় ০৫:৩০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করতে সংগঠনের প্রতিটি জেলা ও মহানগর ইউনিটকে ভোটকেন্দ্রভিত্তিক টিম বা দল গঠনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এসব টিমকে প্রশিক্ষণ দেওয়া হবে।

গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জেলা ও মহানগর ইউনিটগুলোকে কেন্দ্রভিত্তিক এসব টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রভিত্তিক টিম গঠন করতে যাচ্ছে ছাত্রলীগ।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি জেলা ও মহানগর ইউনিটকে কেন্দ্রভিত্তিক টিম গঠনের নির্দেশনা দেওয়া হচ্ছে। প্রতি টিমে সদস্য থাকবেন ২০ জন। সদস্যদের সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার হতে হবে। সংশ্লিষ্ট জেলা-মহানগরে গঠিত টিমগুলোকে কেন্দ্রের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হবে।

২৬ নভেম্বরের মধ্যে এসব টিম গঠনের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করে দেশ ও মানুষের স্বপ্ন-আশা-আকাঙ্ক্ষা পূরণে ছাত্রলীগের প্রত্যেক নেতা-কর্মীকে আত্মনিয়োগ করতে হবে।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, সারা দেশে ছাত্রলীগের ৫০ লাখের বেশি নেতা-কর্মী আছে। প্রতিটি ওয়ার্ডের ভোটারসংখ্যার ওপর ভিত্তি করে সাধারণত ২ থেকে ৪টি করে কেন্দ্র আছে। আমাদের ওয়ার্ড কমিটির নেতা-কর্মীর সংখ্যা এর চেয়ে বেশি। এর বাইরে সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান আছে, উপজেলা পর্যায়ের নেতারা আছেন। মূলত প্রতিটি ওয়ার্ডের সবচেয়ে ভালো সংগঠকদের (একই সঙ্গে সেই ওয়ার্ডের ভোটার) বেছে নিয়ে আমরা টিম গঠন করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী করার জন্য টিমগুলোর নেতৃত্বে আমরা নির্বাচনী প্রচারণা করব, ভোটারদের কাছে উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশের বার্তা নিয়ে যাব।’