ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজধানীর বনানীতে পথশিশুকে ধর্ষণ Logo প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার Logo ১৫ জুলাই২০২৪: এই দিনে ঢাবিতে শিক্ষার্থীদের উপর ভয়ংকর হামলা করেছিলো নিষিদ্ধ ছাত্রলীগ Logo সোহাগ হত্যার ঘটনায় অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার Logo গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু, গ্রেফতার তিন Logo টিভিতে যে খেলা থাকছে আজ Logo জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ Logo ছাত্রদল থেকে পদত্যাগ করায় জেলা ছাত্রদল নেতা নেছারের হুমকি: “হাড্ডি জায়গায় থাকবে না” Logo বর্তমান সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে: ড. আসিফ নজরুল Logo হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা: সন্তানদের সম্পদের নোটিশ

গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু, গ্রেফতার তিন

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে জিয়াউর ইসলাম (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা।

নিহত জিয়াউর ইসলাম উপজেলার বেলকা ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

এর আগে শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পারিবারিক বসতবাড়ির গাছের আম পারাকে কেন্দ্র করে সংঘর্ষে জিয়াউর ইসলাম ছুরিকাঘাতে নিহত হন। ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী আছমা বেগম (৩৯) ও ছেলে ইসমাইল হোসেন (১৭)। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১২ জুলাই) রাতে নিহতের স্ত্রী আছমা বেগম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে। তারা হলেন, ইব্রাহিম আলী (৫০), তার স্ত্রী শামছুন্নাহার বেগম (৪৫) ও ছেলে ছামিউল ইসলাম (২৫)। তারা নিহতের ভাই, ভাবী ও ভাতিজা।

মামলার এজাহারে বলা হয়, ঘটনার রাতে পরিকল্পিতভাবে লাঠি ও ছোরা হাতে নিয়ে আসামিরা বাড়িতে হামলা চালায়। এ সময় সাইফুল ইসলাম নামে এক ভাতিজা ধারালো ছুরি দিয়ে আছমা বেগম ও জিয়াউর ইসলামকে আঘাত করেন। ঘটনাস্থলেই জিয়াউর ইসলাম মারা যান। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। প্রধান আসামিসহ পলাতকদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

রাজধানীর বনানীতে পথশিশুকে ধর্ষণ

গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু, গ্রেফতার তিন

আপডেট সময় ০৯:০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে জিয়াউর ইসলাম (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা।

নিহত জিয়াউর ইসলাম উপজেলার বেলকা ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

এর আগে শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পারিবারিক বসতবাড়ির গাছের আম পারাকে কেন্দ্র করে সংঘর্ষে জিয়াউর ইসলাম ছুরিকাঘাতে নিহত হন। ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী আছমা বেগম (৩৯) ও ছেলে ইসমাইল হোসেন (১৭)। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১২ জুলাই) রাতে নিহতের স্ত্রী আছমা বেগম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে। তারা হলেন, ইব্রাহিম আলী (৫০), তার স্ত্রী শামছুন্নাহার বেগম (৪৫) ও ছেলে ছামিউল ইসলাম (২৫)। তারা নিহতের ভাই, ভাবী ও ভাতিজা।

মামলার এজাহারে বলা হয়, ঘটনার রাতে পরিকল্পিতভাবে লাঠি ও ছোরা হাতে নিয়ে আসামিরা বাড়িতে হামলা চালায়। এ সময় সাইফুল ইসলাম নামে এক ভাতিজা ধারালো ছুরি দিয়ে আছমা বেগম ও জিয়াউর ইসলামকে আঘাত করেন। ঘটনাস্থলেই জিয়াউর ইসলাম মারা যান। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। প্রধান আসামিসহ পলাতকদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।