ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ Logo ছাত্রদল থেকে পদত্যাগ করায় জেলা ছাত্রদল নেতা নেছারের হুমকি: “হাড্ডি জায়গায় থাকবে না” Logo বর্তমান সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে: ড. আসিফ নজরুল Logo হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা: সন্তানদের সম্পদের নোটিশ Logo মুন্সীগঞ্জে মাদক কেনার টাকা না দেওয়ায় মাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু কারাদণ্ড Logo দেশের অরাজক পরিস্থিতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় অন্তর্বতী সরকারের- রাকিব Logo ভালুকায় মা সহ দুই মেয়েকে জবাই করে হত্যা Logo সড়কের বেহাল দশা, লক্ষ্মীপুরের স্থানীয়রা পড়েছেন প্রকৌঁশলীর গায়েবানা জানাজা Logo অযৌক্তিক ধর্মঘট নিয়ে প্রতিবাদ করায় তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীকে মারধরের অভিযোগ Logo বিএনপি এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে, অভিযোগ নাহিদ ইসলামের

ছাত্রদল থেকে পদত্যাগ করায় জেলা ছাত্রদল নেতা নেছারের হুমকি: “হাড্ডি জায়গায় থাকবে না”

হুমকি দাতা ছাত্রদল নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করায় মৌলভীবাজার জেলা ছাত্রদলের শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক নেছার তালুকদার সামির বিরুদ্ধে হুমকির অভিযোগ উঠেছে।

গত শনিবার (১২ জুলাই) আলমগীর আহমেদ নামের এক নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের ২ নং পতনউষার ইউনিয়ন শাখার ৬ নং ওয়ার্ড সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। সেই পোস্টে তিনি লেখেন, “অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে আমি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, অভ্যুত্থান পরবর্তী সময় আমি তেমন একটিভ ছিলাম না ছাত্রদলের রাজনীতির সাথে…আজ আমি সেচ্ছায় ২নং পতনঊষার ইউনিয়নের অন্তর্ভুক্ত ৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম…! সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

এ ঘটনার পরপরই মৌলভীবাজার জেলা ছাত্রদলের শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক নেছার তালুকদার সামি আলমগীরকে ব্যক্তিগতভাবে মেসেঞ্জারে ভয়ভীতি ও হুমকি দেন। একাধিক মেসেজ ও চ্যাটের স্ক্রিনশটে দেখা যায়, নেছার লিখেছেন:

> “Besi fala fali korio na, haddi akta o jegat takto ny”
“Tumi nsp nay jesata koro ita tmr personal subject. But BNP, chatrdol, president Zia niya negativity coraio na fore haddi jegat takto ny ou”

অর্থাৎ, “ বেশি লাফাইও না, হাড্ডি একটাও জায়গায় থাকবে না। তুমি এনএসপি না যেকোনো কিছু করো, এটা তোমার পার্সোনাল সাবজেক্ট। কিন্তু বিএনপি, ছাত্রদল, প্রেসিডেন্ট জিয়া ও খালেদা জিয়াকে নিয়ে নেগেটিভিটি ছড়ালে হাড্ডি একটাও জায়গায় থাকবেনা।”

উত্তরে আলমগীর জানান, তিনি বিএনপি বা এর কোন নেতার বিরুদ্ধে কোনো পোস্ট দেননি, কেবল ছাত্রদলের রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর জবাব:

> “নেগেটিভ কিতা ছড়াইলাম ভাই, আমি তো কোনো পোস্ট ও করসি না বিএনপিরে লইয়া।”

এ বিষয়ে আলমগীর আহমেদ বলেন, “আমি শান্তিপূর্ণভাবে ছাত্রদল থেকে পদত্যাগ করেছি। কিন্তু এরপরও একজন দায়িত্বশীল নেতা আমাকে এমন হুমকি দিবে, এটা চিন্তাও করতে পারিনি। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

ঘটনার প্রেক্ষিতে অনেকে প্রশ্ন তুলেছেন—একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠনের নেতা কীভাবে অন্য সদস্যকে শুধুমাত্র দল ত্যাগ করায় এমন হুমকি দিতে পারেন?

এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার জেলা ছাত্রদলের শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক নেছার তালুকদার বলেন “আমি আলমগীরকে চিনিনা। আমি কেন হাড্ডি ভাঙবো, আমি কেন হুমকি দেব ভাই।”

জনপ্রিয় সংবাদ

জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ

ছাত্রদল থেকে পদত্যাগ করায় জেলা ছাত্রদল নেতা নেছারের হুমকি: “হাড্ডি জায়গায় থাকবে না”

আপডেট সময় ১১:৫৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করায় মৌলভীবাজার জেলা ছাত্রদলের শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক নেছার তালুকদার সামির বিরুদ্ধে হুমকির অভিযোগ উঠেছে।

গত শনিবার (১২ জুলাই) আলমগীর আহমেদ নামের এক নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের ২ নং পতনউষার ইউনিয়ন শাখার ৬ নং ওয়ার্ড সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। সেই পোস্টে তিনি লেখেন, “অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে আমি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, অভ্যুত্থান পরবর্তী সময় আমি তেমন একটিভ ছিলাম না ছাত্রদলের রাজনীতির সাথে…আজ আমি সেচ্ছায় ২নং পতনঊষার ইউনিয়নের অন্তর্ভুক্ত ৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম…! সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

এ ঘটনার পরপরই মৌলভীবাজার জেলা ছাত্রদলের শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক নেছার তালুকদার সামি আলমগীরকে ব্যক্তিগতভাবে মেসেঞ্জারে ভয়ভীতি ও হুমকি দেন। একাধিক মেসেজ ও চ্যাটের স্ক্রিনশটে দেখা যায়, নেছার লিখেছেন:

> “Besi fala fali korio na, haddi akta o jegat takto ny”
“Tumi nsp nay jesata koro ita tmr personal subject. But BNP, chatrdol, president Zia niya negativity coraio na fore haddi jegat takto ny ou”

অর্থাৎ, “ বেশি লাফাইও না, হাড্ডি একটাও জায়গায় থাকবে না। তুমি এনএসপি না যেকোনো কিছু করো, এটা তোমার পার্সোনাল সাবজেক্ট। কিন্তু বিএনপি, ছাত্রদল, প্রেসিডেন্ট জিয়া ও খালেদা জিয়াকে নিয়ে নেগেটিভিটি ছড়ালে হাড্ডি একটাও জায়গায় থাকবেনা।”

উত্তরে আলমগীর জানান, তিনি বিএনপি বা এর কোন নেতার বিরুদ্ধে কোনো পোস্ট দেননি, কেবল ছাত্রদলের রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর জবাব:

> “নেগেটিভ কিতা ছড়াইলাম ভাই, আমি তো কোনো পোস্ট ও করসি না বিএনপিরে লইয়া।”

এ বিষয়ে আলমগীর আহমেদ বলেন, “আমি শান্তিপূর্ণভাবে ছাত্রদল থেকে পদত্যাগ করেছি। কিন্তু এরপরও একজন দায়িত্বশীল নেতা আমাকে এমন হুমকি দিবে, এটা চিন্তাও করতে পারিনি। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

ঘটনার প্রেক্ষিতে অনেকে প্রশ্ন তুলেছেন—একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠনের নেতা কীভাবে অন্য সদস্যকে শুধুমাত্র দল ত্যাগ করায় এমন হুমকি দিতে পারেন?

এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার জেলা ছাত্রদলের শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক নেছার তালুকদার বলেন “আমি আলমগীরকে চিনিনা। আমি কেন হাড্ডি ভাঙবো, আমি কেন হুমকি দেব ভাই।”