ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মেহরিন চৌধুরীর নামে অ্যাওয়ার্ড চালু করবে সরকার : প্রেসসচিব Logo শাহজালাল বিমানবন্দরে ১২ কোটি টাকার স্বর্ণ জব্দ Logo শ্রীপুরে স্ত্রীকে হত্যা,মাদক কারবারি স্বামীর বাড়ি পুড়িয়ে দিল গ্রামবাসী Logo টঙ্গীতে জমির দখল নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ৩, থানায় পাল্টাপাল্টি অভিযোগ Logo তালিকা থেকে জুলাই শহিদের ৮ জনের নাম বাতিল করে গেজেট প্রকাশ Logo দেশে বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা, ভারি বর্ষণ হবে টানা ৫ দিন যে অঞ্চলে Logo পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ Logo তা’মীরুল মিল্লাত টঙ্গীতে কামিল ও অনার্স শ্রেণীর সবক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাকসু নির্বাচনের ভোটার তালিকার খসড়া প্রকাশ Logo  ৩-১  গোলে লাওসকে হারাল বাংলাদেশের মেয়েরা

বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

প্রথম ম্যাচে হেরে সিরিজ হারের  শঙ্কা কাটিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৩ রানের বিশাল বড় জয় পেয়েছে টাইগাররা। দাপুটে এই জয়ে তিন ম্যাচ সিরিজে সমতা ফেরাল লিটন দাসের দল। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে আগামী বুধবার (১৬) মাঠে গড়াবে সিরিজ নির্ধারণী ম্যাচ।

রোববার (১৩ জুলাই) ডাম্বুলার রংগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৭ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১৫ ওভার ২ বলে ৯৪ রানে অলআউট শ্রীলঙ্কা।

রান তাড়ায় শুরুতে রান আউটের ধাক্কার পর শরিফুল জোড়া ধাক্কা দেন লঙ্কান শিবিরে। কুশল মেন্ডিস (৮) শামিমের থ্রোয়ে রানআউটে কাটা পড়েন। এরপর কুশল পেরেরা (০), আভিস্কা ফার্নান্দোকে (২) দ্রুত বিদায় করেন শরিফুল। এরপর অধিনায়ক চারিথা আশালাঙ্কাকে (৫) ফেরান সাইফউদ্দিন।

এরপর ওপেনার পাথুম নিশাঙ্কা ২৯ বলে ৩২ রান করে আউট হন। দাশুন শানাকা ২০ রান করে ফিরেছেন।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ রানে ২ উইকেট হারায়। সেখান থেকে লিটন দাস ও তাওহীদ হৃদয় ৬৯ রানের জুটি গড়েন। হৃদয় ২৫ বলে দুই চার ও এক ছক্কায় ৩১ রান করে ফিরে যান। তবে ১৩ ইনিংস পর এই সংস্করণে ফিফটি পাওয়া লিটন ৫০ বলে ১ চার ও ৫ ছক্কায় ৭৬ রান করেন।

লোয়ার অর্ডারে শামীম পাটোয়ারি ফিফটি ছোঁয়া ইনিংস খেলেন। ২৭ বলে ৪৮ করে রান আউট হন। পাঁচটি ছক্কা ও দুটি চার আসে তার ব্যাট থেকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মেহরিন চৌধুরীর নামে অ্যাওয়ার্ড চালু করবে সরকার : প্রেসসচিব

বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আপডেট সময় ০৮:১৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

প্রথম ম্যাচে হেরে সিরিজ হারের  শঙ্কা কাটিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৩ রানের বিশাল বড় জয় পেয়েছে টাইগাররা। দাপুটে এই জয়ে তিন ম্যাচ সিরিজে সমতা ফেরাল লিটন দাসের দল। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে আগামী বুধবার (১৬) মাঠে গড়াবে সিরিজ নির্ধারণী ম্যাচ।

রোববার (১৩ জুলাই) ডাম্বুলার রংগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৭ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১৫ ওভার ২ বলে ৯৪ রানে অলআউট শ্রীলঙ্কা।

রান তাড়ায় শুরুতে রান আউটের ধাক্কার পর শরিফুল জোড়া ধাক্কা দেন লঙ্কান শিবিরে। কুশল মেন্ডিস (৮) শামিমের থ্রোয়ে রানআউটে কাটা পড়েন। এরপর কুশল পেরেরা (০), আভিস্কা ফার্নান্দোকে (২) দ্রুত বিদায় করেন শরিফুল। এরপর অধিনায়ক চারিথা আশালাঙ্কাকে (৫) ফেরান সাইফউদ্দিন।

এরপর ওপেনার পাথুম নিশাঙ্কা ২৯ বলে ৩২ রান করে আউট হন। দাশুন শানাকা ২০ রান করে ফিরেছেন।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ রানে ২ উইকেট হারায়। সেখান থেকে লিটন দাস ও তাওহীদ হৃদয় ৬৯ রানের জুটি গড়েন। হৃদয় ২৫ বলে দুই চার ও এক ছক্কায় ৩১ রান করে ফিরে যান। তবে ১৩ ইনিংস পর এই সংস্করণে ফিফটি পাওয়া লিটন ৫০ বলে ১ চার ও ৫ ছক্কায় ৭৬ রান করেন।

লোয়ার অর্ডারে শামীম পাটোয়ারি ফিফটি ছোঁয়া ইনিংস খেলেন। ২৭ বলে ৪৮ করে রান আউট হন। পাঁচটি ছক্কা ও দুটি চার আসে তার ব্যাট থেকে।