চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় র্যাবের অভিযানে প্রায় এক মণ (৩৯ কেজি) গাঁজাসহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত জাফর আহমেদ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি।
অভিযানে নগদ অর্থসহ আরও তিন সহযোগীকেও আটক করেছে র্যাব। তারা হলেন—চট্টগ্রামের সাগর সর্দার, রুবেল সর্দার ও শাহাদাত হোসেন রিপন। অভিযুক্তদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৭, সিপিসি-১-এর স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই চক্রটি চট্টগ্রাম, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে হাটহাজারী, ফেনী ও চান্দগাঁও র্যাব ক্যাম্পের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
দল থেকে বহিষ্কার
গ্রেপ্তারের পরপরই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে জাফর আহমেদকে। চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক রবিবার (১৩ জুন) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে জাফরকে সংগঠন থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, দলীয় পরিচয়ের আড়ালে কেউ যদি অবৈধ কর্মকাণ্ডে জড়ায়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।