ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পাউবোর কোটি টাকার তেল চুরির অভিযোগে দুদকের অভিযান

অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি টাকার তেল চুরির অভিযোগে কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার বিভাগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় কুষ্টিয়ার গড়াই নদ খনন কাজের ড্রেজারের তেল চুরি ও আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছেন দুদকের কর্মকর্তারা।

রোববার (১৩ জুলাই) দুপুরে দুদকের ৫ সদস্যের টিম অভিযান পরিচালনা করেন। প্রায় তিন ঘন্টা ধরে অভিযান পরিচালনা করেন তারা। অভিযানে নেতৃত্ব দেওয়া কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

নীল কমল পাল বলেন, ড্রেজার বন্ধ থাকলেও সেটি চালু দেখিয়ে কোটি টাকা আত্মসাত করা হয়েছে। বিল ভাউচার পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। তেল সরবরাহকারী প্রতিষ্ঠান মন্ডল ফিলিং স্টেশনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজসে তেলের টাকা আত্মসাৎ হয়েছে বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, সবকিছুর আলামত সংগ্রহ করা হয়েছে। অনিয়ম দুর্নীতির অভিযোগগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আমরা দুর্নীতি দমন কমিশন বরাবর রিপোর্ট দাখিল করবো।

প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরে ২৯ কোটি টাকা ব্যয়ে গড়াই নদ পুনরুদ্ধার প্রকল্পের (চতুর্থ পর্যায়) খনন কাজ নিজেরাই সম্পন্ন করে পানি উন্নয়ন বোর্ড। গড়াই নদের উৎসমুখ থেকে হরিপুর সংযোগ সেতু পর্যন্ত ৫ কিলোমিটার এবং কুমারখালী উপজেলা থেকে বোরালিয়া ঘাট পর্যন্ত ৯ কিলোমিটারসহ মোট ১৪ কিলোমিটার নদীপথ খননের পরিকল্পনা হয়। চলতি বছরের মে মাসে প্রকল্পের কাজ শেষ হয়েছে। আর এই প্রকল্পের তেল বহনকারী প্রতিষ্ঠান ছিল মন্ডল ফিলিং স্টেশন।

তবে এ অভিযোগ অস্বীকার করে তেল বহনকারী প্রতিষ্ঠানের মালিক আক্তার মন্ডল বলেন, আমাকে যেখানে তেল পৌঁছে দিতে বলা হয়। আমি শুধু সেখানে নামিয়ে দেই। এটাই আমার কাজ। এর বাইরে কি হয়েছে, সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না।

এ বিষয়ে পিডি ও নির্বাহী প্রকৌশলী সৈকত বিশ্বাস দুদকের অভিযান ও অভিযোগের বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

কুষ্টিয়া

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ক্লাব বিশ্বকাপের ফাইনালে থাকবেন ট্রাম্প, ভেন্যুতে কড়া নিরাপত্তা

পাউবোর কোটি টাকার তেল চুরির অভিযোগে দুদকের অভিযান

আপডেট সময় ১০:৩৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি টাকার তেল চুরির অভিযোগে কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার বিভাগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় কুষ্টিয়ার গড়াই নদ খনন কাজের ড্রেজারের তেল চুরি ও আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছেন দুদকের কর্মকর্তারা।

রোববার (১৩ জুলাই) দুপুরে দুদকের ৫ সদস্যের টিম অভিযান পরিচালনা করেন। প্রায় তিন ঘন্টা ধরে অভিযান পরিচালনা করেন তারা। অভিযানে নেতৃত্ব দেওয়া কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

নীল কমল পাল বলেন, ড্রেজার বন্ধ থাকলেও সেটি চালু দেখিয়ে কোটি টাকা আত্মসাত করা হয়েছে। বিল ভাউচার পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। তেল সরবরাহকারী প্রতিষ্ঠান মন্ডল ফিলিং স্টেশনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজসে তেলের টাকা আত্মসাৎ হয়েছে বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, সবকিছুর আলামত সংগ্রহ করা হয়েছে। অনিয়ম দুর্নীতির অভিযোগগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আমরা দুর্নীতি দমন কমিশন বরাবর রিপোর্ট দাখিল করবো।

প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরে ২৯ কোটি টাকা ব্যয়ে গড়াই নদ পুনরুদ্ধার প্রকল্পের (চতুর্থ পর্যায়) খনন কাজ নিজেরাই সম্পন্ন করে পানি উন্নয়ন বোর্ড। গড়াই নদের উৎসমুখ থেকে হরিপুর সংযোগ সেতু পর্যন্ত ৫ কিলোমিটার এবং কুমারখালী উপজেলা থেকে বোরালিয়া ঘাট পর্যন্ত ৯ কিলোমিটারসহ মোট ১৪ কিলোমিটার নদীপথ খননের পরিকল্পনা হয়। চলতি বছরের মে মাসে প্রকল্পের কাজ শেষ হয়েছে। আর এই প্রকল্পের তেল বহনকারী প্রতিষ্ঠান ছিল মন্ডল ফিলিং স্টেশন।

তবে এ অভিযোগ অস্বীকার করে তেল বহনকারী প্রতিষ্ঠানের মালিক আক্তার মন্ডল বলেন, আমাকে যেখানে তেল পৌঁছে দিতে বলা হয়। আমি শুধু সেখানে নামিয়ে দেই। এটাই আমার কাজ। এর বাইরে কি হয়েছে, সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না।

এ বিষয়ে পিডি ও নির্বাহী প্রকৌশলী সৈকত বিশ্বাস দুদকের অভিযান ও অভিযোগের বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

কুষ্টিয়া