ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এবার কোনো হজযাত্রীকে এয়ারপোর্টে কাঁদতে হয়নি: ধর্ম উপদেষ্টা

এবার কোনো হজযাত্রীকে এয়ারপোর্টে কাঁদতে হয়নি: ধর্ম উপদেষ্টা

প্রধান উপদেষ্টার আন্তরিক সহযোগিতা ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনার কারণে এবার কোনো হজযাত্রীকে এয়ারপোর্টে কাঁদতে হয়নি বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, ‘কোনো হজযাত্রী যেন হজে যাওয়া থেকে বঞ্চিত না হয়, এবার সেদিকে বিশেষ লক্ষ্য রাখা হয়েছে। প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ নির্দেশনা পেয়ে, কোনো হজ এজেন্সির ওপরে একক নির্ভরতা না রেখে, মন্ত্রণালয় থেকেই সব দায়িত্ব নিয়ে প্রায় ৮৭ হাজার হজযাত্রীর সবাইকে সুষ্ঠুভাবে হজ করিয়ে ফেরত নিয়ে আসা হয়েছে। মহান আল্লাহ তায়ালার রহমতে সবাই পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন।

আজ রবিবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা জানান, হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নেই। হাজীদের সেবা করাই সরকারের একমাত্র ব্রত।

তিনি বলেন, ‘সৌদি আরবে যাওয়ার পরও মাননীয় প্রধান উপদেষ্টা নিয়মিত আমাদের খোঁজখবর রেখেছেন। তিনি হজের কার্যক্রমের বিষয়ে জানতে চেয়েছেন।

তিনি বলেন, ‘বরাবরই প্রধান উপদেষ্টার একটাই নির্দেশনা ছিল, যাতে কোনো হজযাত্রী ভোগান্তি শিকার না হয়, কষ্ট না পায়। নির্দেশনামতো আমরা সেভাবেই কাজ করে গেছি এবং সফলতা পেয়েছি আলহামদুলিল্লাহ।’

ধর্ম উপদেষ্টা বলেন, ‘গত ৮ জুন হজের আনুষ্ঠানিকতা শেষ হয় এবং ১০ জুন থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়।

১০ জুলাই হজের ফিরতি ফ্লাইট শেষ হয়েছে। আজ সকাল পর্যন্ত ৯ জন হজযাত্রী সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ৯ জন বাদে সব হাজি (৮৭ হাজার ১৪৫ জন ব্যবস্থাপনাসহ) দেশে ফিরেছেন।

তিনি আরো বলেন, ‘যেসব হাজি সৌদি আরবে চিকিৎসাধীন আছেন, তাদের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাদেরও দেশে পাঠানো হচ্ছে। ইতোমধ্যে ২ জনকে বিশেষ ব্যবস্থায় মেডিকেল বেডের মাধ্যমে দেশে পাঠানো হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ক্লাব বিশ্বকাপের ফাইনালে থাকবেন ট্রাম্প, ভেন্যুতে কড়া নিরাপত্তা

এবার কোনো হজযাত্রীকে এয়ারপোর্টে কাঁদতে হয়নি: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ০৮:২৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

প্রধান উপদেষ্টার আন্তরিক সহযোগিতা ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনার কারণে এবার কোনো হজযাত্রীকে এয়ারপোর্টে কাঁদতে হয়নি বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, ‘কোনো হজযাত্রী যেন হজে যাওয়া থেকে বঞ্চিত না হয়, এবার সেদিকে বিশেষ লক্ষ্য রাখা হয়েছে। প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ নির্দেশনা পেয়ে, কোনো হজ এজেন্সির ওপরে একক নির্ভরতা না রেখে, মন্ত্রণালয় থেকেই সব দায়িত্ব নিয়ে প্রায় ৮৭ হাজার হজযাত্রীর সবাইকে সুষ্ঠুভাবে হজ করিয়ে ফেরত নিয়ে আসা হয়েছে। মহান আল্লাহ তায়ালার রহমতে সবাই পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন।

আজ রবিবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা জানান, হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নেই। হাজীদের সেবা করাই সরকারের একমাত্র ব্রত।

তিনি বলেন, ‘সৌদি আরবে যাওয়ার পরও মাননীয় প্রধান উপদেষ্টা নিয়মিত আমাদের খোঁজখবর রেখেছেন। তিনি হজের কার্যক্রমের বিষয়ে জানতে চেয়েছেন।

তিনি বলেন, ‘বরাবরই প্রধান উপদেষ্টার একটাই নির্দেশনা ছিল, যাতে কোনো হজযাত্রী ভোগান্তি শিকার না হয়, কষ্ট না পায়। নির্দেশনামতো আমরা সেভাবেই কাজ করে গেছি এবং সফলতা পেয়েছি আলহামদুলিল্লাহ।’

ধর্ম উপদেষ্টা বলেন, ‘গত ৮ জুন হজের আনুষ্ঠানিকতা শেষ হয় এবং ১০ জুন থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়।

১০ জুলাই হজের ফিরতি ফ্লাইট শেষ হয়েছে। আজ সকাল পর্যন্ত ৯ জন হজযাত্রী সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ৯ জন বাদে সব হাজি (৮৭ হাজার ১৪৫ জন ব্যবস্থাপনাসহ) দেশে ফিরেছেন।

তিনি আরো বলেন, ‘যেসব হাজি সৌদি আরবে চিকিৎসাধীন আছেন, তাদের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাদেরও দেশে পাঠানো হচ্ছে। ইতোমধ্যে ২ জনকে বিশেষ ব্যবস্থায় মেডিকেল বেডের মাধ্যমে দেশে পাঠানো হচ্ছে।