নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টা ৫৫মিনিটে কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, মোটরসাইকেলে করে এসে কয়েকজন দুষ্কৃতিকারী চলন্ত অবস্থায় ককটেল ছোড়ে। এর পর তারা দ্রুত নাইটেঙ্গেল মোড়ের দিকে পালিয়ে যায়।
প্রাথমিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বাসযাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী বলেছেন, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।