ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মানিকগঞ্জে জিপিএ-৫ না পাওয়ায় এক কিশোরীর আত্মহত্যা Logo ভিক্টোরিয়া অধ্যক্ষের টালবাহান বছরেও হয়নি তামিম নির্যাতনের বিচার Logo সোহাগ হত্যার প্রতিবাদে বাঙলা কলেজ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Logo প্রবাসীর স্ত্রীর ঘরে বিএনপি নেতা, গাছে বেঁধে রাখলেন স্থানীয়রা Logo ঢাকায় এলেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট Logo দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল Logo ‘৫ কোটি টাকা’ চাঁদা না পেয়ে অস্ত্র নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি Logo এবার মৌলভীবাজারে আরেক ছাত্রদল নেতার পদত্যাগ Logo পক্ষে ও বিপক্ষের সবাই ছাত্রদলের কাছে নিরাপদ: রাবি ছাত্রদলের আহ্বায়ক Logo নোয়াখালী জার্নালিস্ট ফোরাম ঢাকার উদ্যোগে দেশীয় ফল উৎসব

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বা‌ড়ি‌তে হামলা

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বা‌ড়ি‌তে হামলা

কুষ্টিয়ার ভেড়ামারায় এক স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ওই নেতার ছোট ভাইয়ের ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে হামলাকারীরা ককটেল ফাঁটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে চলে যায়। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব লাল চাঁদের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। এ ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে গ্রামবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে দুর্বৃত্তরা অস্ত্রশস্ত্র নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা লাল চাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা লাল চাঁদের ভাই যুবদল কর্মী সুবেল আহম্মেদের বসত ঘরে আগুন ধরিয়ে দেই। এরপর তারা বাড়ি লক্ষ্য করে ককটেল ফাঁটিয়ে চলে যায়। তাৎক্ষনিক গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।

সুবেল আহম্মেদ অভিযোগ করে বলেন, ‘রাজনীতি কেন্দ্রিক প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে। তারা ভাঙচুর করে আমার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। এছাড়া গুলি ছুড়েছে, বোমাও ফাঁটিয়েছে।’

কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল হোসেন বলেন, ‘একটি ঘরে আগুন দেওয়া হয়েছিল। ঘরটি পুড়ে আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে দুইটি ককটেল জব্দ করা হয়েছে। তাৎক্ষণিক কাউকে চিনতে না পারলেও ভুক্তভোগী পরিবার অনেকের নাম বলেছেন। সেটা নিয়েও তদন্ত করছে পুলিশ। তবে গুলির কোনো ঘটনা ঘটেনি।

জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জে জিপিএ-৫ না পাওয়ায় এক কিশোরীর আত্মহত্যা

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বা‌ড়ি‌তে হামলা

আপডেট সময় ০৮:৫৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

কুষ্টিয়ার ভেড়ামারায় এক স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ওই নেতার ছোট ভাইয়ের ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে হামলাকারীরা ককটেল ফাঁটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে চলে যায়। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব লাল চাঁদের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। এ ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে গ্রামবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে দুর্বৃত্তরা অস্ত্রশস্ত্র নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা লাল চাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা লাল চাঁদের ভাই যুবদল কর্মী সুবেল আহম্মেদের বসত ঘরে আগুন ধরিয়ে দেই। এরপর তারা বাড়ি লক্ষ্য করে ককটেল ফাঁটিয়ে চলে যায়। তাৎক্ষনিক গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।

সুবেল আহম্মেদ অভিযোগ করে বলেন, ‘রাজনীতি কেন্দ্রিক প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে। তারা ভাঙচুর করে আমার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। এছাড়া গুলি ছুড়েছে, বোমাও ফাঁটিয়েছে।’

কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল হোসেন বলেন, ‘একটি ঘরে আগুন দেওয়া হয়েছিল। ঘরটি পুড়ে আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে দুইটি ককটেল জব্দ করা হয়েছে। তাৎক্ষণিক কাউকে চিনতে না পারলেও ভুক্তভোগী পরিবার অনেকের নাম বলেছেন। সেটা নিয়েও তদন্ত করছে পুলিশ। তবে গুলির কোনো ঘটনা ঘটেনি।