সিরিয়ার গোলান মালভূমির কাছে অবস্থিত কুনেইত্রা প্রদেশের বিস্তীর্ণ কৃষিজমিতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী।
শুক্রবার (১১ জুলাই) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আল-রাফিদ শহরের কাছে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-ইখবারিয়া সিরিয়া।
আল-ইখবারিয়া সিরিয়ারপ্রতিবেদনে বলা হয়, “ইসরায়েলি দখলদার বাহিনী সীমান্ত বেড়ার কাছে, আল-রাফিদের পশ্চিমে, একাধিক জায়গায় আগুন লাগিয়ে দেয়। এতে বহু ডুনাম (১ ডুনাম = ১,০০০ বর্গমিটার) জমি পুড়ে যায়।”
নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে আল-ইখবারিয়া জানিয়েছে যে জাতিসংঘের বাহিনী প্রাথমিক সরঞ্জাম ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু পর্যাপ্ত সরঞ্জামের অভাবে বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সংবাদমাধ্যমটি।
ইসরায়েলি সেনাবাহিনী স্থানীয় সময় বিকাল ৩টা ১৫ মিনিট (জিএমটি) পর্যন্ত এই ঘটনার কোনও ব্যাখ্যা দেয়নি।
এর আগে একই দিন, কুনেইত্রার ডেপুটি গভর্নর মুহাম্মদ আল-সাঈদ সংবাদ সংস্থা আনাদোলুকে জানান, ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর থেকে ইসরায়েল ওই অঞ্চলে আটটির বেশি সামরিক ঘাঁটি স্থাপন করেছে। এসব ঘাঁটি কুনেইত্রার উত্তরে — বিশেষত ইয়ারমুক অববাহিকার ভেতরে গড়ে তোলা হয়েছে, যা সরাসরি ১৯৭৪ সালের ডিসেংগেজমেন্ট চুক্তির লঙ্ঘন বলে তিনি মন্তব্য করেন।