ঢাকা ১২:০১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এবার ছাত্রদল থেকে পদত্যাগ করলেন মৌলভীবাজার জেলা শাখার সদস্য রাব্বি Logo সিরিয়ার কৃষিজমিতে আগুন ধরিয়ে দিলো দখলদার ইসরায়েলি বাহিনী Logo মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা Logo হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো ডব্লিউএইচও Logo বাউফলে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার Logo প্রেমের শাস্তি হিসেবে দম্পতিকে গরুর জোয়ালে বেঁধে হালচাষ Logo ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার আলটিমেটাম Logo সুন্দরগঞ্জে ভাতিজার চুরি আঘাতে চাচা নিহত, স্ত্রী সন্তান আহত Logo “তারেক রহমান খালি দেশে আসুক! তোগো চামড়া খালাই হালাইয়াম। ইটস্ ওপেন থ্রেট” Logo টিভিতে যে খেলা দেখবেন আজ

শ্রীলঙ্কাকে ৯-১ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশের মেয়েরা

শ্রীলঙ্কাকে ৯-১ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশের মেয়েরা

যেন ফুটবল নয়, ছিল গোলবন্যার প্রদর্শনী! যুবা মেয়েদের পা ছুঁয়ে গড়ালো নয় নং পর্যন্ত। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল রীতিমতো ঝড় বইয়ে দিল শ্রীলঙ্কার ডিফেন্সে। গোলপোস্টে বল জড়ানো যেন ছিল নিছক খেলনা ছোড়ার মতোই সহজ।

বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজিত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ উপহার দিল ৯-১ গোলের দানবীয় এক জয়। জয়টি এসেছে দারুণ সব আক্রমণাত্মক ফুটবলের মাধ্যমে। যেখানে প্রতিটি মিনিটে লুকিয়ে ছিল চমক।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই স্বপ্না রানী ফ্রি কিক থেকে একটি চোখধাঁধানো গোল করে বাংলাদেশের গোল উল্লাস শুরু করে দেন। এরপর তো যেন থামার নাম নেই। চতুর্থ মিনিটে মুনকি আক্তারের বাঁ প্রান্ত ভেদ করা শটে দ্বিতীয় গোল। ৩৭ মিনিটে সাগরিকার গোলে ব্যবধান আরও বাড়ে।

মাঝে অবশ্য শ্রীলঙ্কার গোলরক্ষক থারুশিকা বারবার লঙ্কানদের রক্ষা করতে আপ্রাণ চেষ্টা চালালেও বাংলাদেশের ছন্দে তা ছিল সামান্য বাঁধা। সুযোগ এসেছিল আফঈদা খন্দকার, উমেলা মারমা, শিখা; সবার সামনেই। কেউ কেউ মিস করলেও ক্ষতির কিছু হয়নি।

দ্বিতীয়ার্ধে যেন মাঠে নেমেছিল আরও ক্ষুধার্ত বাংলাদেশ। মুনকি আক্তার ৪৭ মিনিটে করলেন নিজের দ্বিতীয় গোল। ৪৮ মিনিটে শিখার গোলে ব্যবধান হয় ৫-০। এরপর সাগরিকার ৫২ ও ৫৭ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পুরা করায় স্কোরলাইন দাঁড়ায় ৭-০।

৮৫ মিনিটে রুপা আক্তারের চোখ ধাঁধানো শট এবং অতিরিক্ত সময়ে শান্তি মার্দির জয়সূচক গোল। সব মিলিয়ে ৯ গোলের উৎসবে মাতিয়ে রাখে কিশোরীরা। যদিও একমাত্র সান্ত্বনা গোলটি আসে লঙ্কান লায়নসিকার পা থেকে ৯০+১ মিনিটে। তাতে ৯-১ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

জনপ্রিয় সংবাদ

এবার ছাত্রদল থেকে পদত্যাগ করলেন মৌলভীবাজার জেলা শাখার সদস্য রাব্বি

শ্রীলঙ্কাকে ৯-১ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় ০৯:৫৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

যেন ফুটবল নয়, ছিল গোলবন্যার প্রদর্শনী! যুবা মেয়েদের পা ছুঁয়ে গড়ালো নয় নং পর্যন্ত। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল রীতিমতো ঝড় বইয়ে দিল শ্রীলঙ্কার ডিফেন্সে। গোলপোস্টে বল জড়ানো যেন ছিল নিছক খেলনা ছোড়ার মতোই সহজ।

বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজিত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ উপহার দিল ৯-১ গোলের দানবীয় এক জয়। জয়টি এসেছে দারুণ সব আক্রমণাত্মক ফুটবলের মাধ্যমে। যেখানে প্রতিটি মিনিটে লুকিয়ে ছিল চমক।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই স্বপ্না রানী ফ্রি কিক থেকে একটি চোখধাঁধানো গোল করে বাংলাদেশের গোল উল্লাস শুরু করে দেন। এরপর তো যেন থামার নাম নেই। চতুর্থ মিনিটে মুনকি আক্তারের বাঁ প্রান্ত ভেদ করা শটে দ্বিতীয় গোল। ৩৭ মিনিটে সাগরিকার গোলে ব্যবধান আরও বাড়ে।

মাঝে অবশ্য শ্রীলঙ্কার গোলরক্ষক থারুশিকা বারবার লঙ্কানদের রক্ষা করতে আপ্রাণ চেষ্টা চালালেও বাংলাদেশের ছন্দে তা ছিল সামান্য বাঁধা। সুযোগ এসেছিল আফঈদা খন্দকার, উমেলা মারমা, শিখা; সবার সামনেই। কেউ কেউ মিস করলেও ক্ষতির কিছু হয়নি।

দ্বিতীয়ার্ধে যেন মাঠে নেমেছিল আরও ক্ষুধার্ত বাংলাদেশ। মুনকি আক্তার ৪৭ মিনিটে করলেন নিজের দ্বিতীয় গোল। ৪৮ মিনিটে শিখার গোলে ব্যবধান হয় ৫-০। এরপর সাগরিকার ৫২ ও ৫৭ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পুরা করায় স্কোরলাইন দাঁড়ায় ৭-০।

৮৫ মিনিটে রুপা আক্তারের চোখ ধাঁধানো শট এবং অতিরিক্ত সময়ে শান্তি মার্দির জয়সূচক গোল। সব মিলিয়ে ৯ গোলের উৎসবে মাতিয়ে রাখে কিশোরীরা। যদিও একমাত্র সান্ত্বনা গোলটি আসে লঙ্কান লায়নসিকার পা থেকে ৯০+১ মিনিটে। তাতে ৯-১ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।