ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ২০২৪ সালের ৫ আগস্টের পর অপুর সঙ্গে আমার কখনও দেখা হয়নি: আসিফ মাহমুদ Logo কেরানীগঞ্জে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির স্মরণে দোয়া মাহফিল Logo মহররম বলে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালনের চেষ্টা Logo সিলেটে ‘রোড টু বার’ এর দ্বিতীয় শাখার উদ্বোধন Logo প্রকাশ্যে অশ্লীল ভাষায় ওসিকে বিএনপি নেতার হুমকি, পদ স্থগিত Logo আজ আল্লামা সাঈদীর দ্বিতীয় শাহাদৎ বার্ষিকী Logo তরুণ নেতৃত্বের জন্য জ্ঞান, দক্ষতা ও উত্তম চরিত্র অপরিহার্য – কেন্দ্রীয় সভাপতি Logo সাদাপাথর লুটের ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট Logo ইতালির উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারালো অন্তত ২৬ অভিবাসী Logo তারাগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২, সাময়িক বরখাস্ত ৮ পুলিশ

মানিকগঞ্জে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু

মানিকগঞ্জে সাপের কামড়ে আক্রান্ত হয়ে মুন্নি আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে সরকারি হাসপাতালগুলোতে এন্টিভেনোম না থাকা। সময়মতো সঠিক চিকিৎসা পেলে হয়তো বাঁচানো যেত শিশুটিকে—এমনটাই বলছেন স্বজনরা।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় মুন্নিকে সাপে কামড় দিলে তাকে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে সাপের বিষের প্রতিষেধক এন্টিভেনোম না থাকায় শিশুটিকে পাঠানো হয় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগ, সেখানেও ছিল না এন্টিভেনোমের ব্যবস্থা। পরে ঢাকায় নেওয়ার পথে রাত ৮টা ৩০ মিনিটের দিকে সাভারের নয়াডিঙ্গী এলাকায় তার মৃত্যু হয়।

নিহত মুন্নি আক্তার মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা চরপাড়া গ্রামের বাসিন্দা সাগর বিশ্বাসের মেয়ে।

মুন্নির চাচা এরশাদ বলেন, “সদর হাসপাতালে নেয়ার সময় ওর জ্ঞান ছিল। এমনকি মেডিকেল কলেজে নেয়ার পরও সে বেঁচে ছিল। কিন্তু দুইটি সরকারি হাসপাতালে এন্টিভেনোম না থাকার কারণে আমরা মুন্নিকে হারালাম। এটা সরকারি স্বাস্থ্যব্যবস্থার চরম ব্যর্থতা।”

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, “আমরা অনেক আগেই এন্টিভেনোম চেয়ে চাহিদা পাঠিয়েছি। তবে এখনো সরবরাহ আসেনি। সাধারণত সাপে কামড়ানো রোগীদের আমরা উপসর্গভিত্তিক চিকিৎসা দিয়ে থাকি। শিশুটির মৃত্যুর বিষয়টি আমি আগামীকাল হাসপাতালে গিয়ে খতিয়ে দেখব।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৪ সালের ৫ আগস্টের পর অপুর সঙ্গে আমার কখনও দেখা হয়নি: আসিফ মাহমুদ

মানিকগঞ্জে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু

আপডেট সময় ০৯:০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

মানিকগঞ্জে সাপের কামড়ে আক্রান্ত হয়ে মুন্নি আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে সরকারি হাসপাতালগুলোতে এন্টিভেনোম না থাকা। সময়মতো সঠিক চিকিৎসা পেলে হয়তো বাঁচানো যেত শিশুটিকে—এমনটাই বলছেন স্বজনরা।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় মুন্নিকে সাপে কামড় দিলে তাকে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে সাপের বিষের প্রতিষেধক এন্টিভেনোম না থাকায় শিশুটিকে পাঠানো হয় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগ, সেখানেও ছিল না এন্টিভেনোমের ব্যবস্থা। পরে ঢাকায় নেওয়ার পথে রাত ৮টা ৩০ মিনিটের দিকে সাভারের নয়াডিঙ্গী এলাকায় তার মৃত্যু হয়।

নিহত মুন্নি আক্তার মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা চরপাড়া গ্রামের বাসিন্দা সাগর বিশ্বাসের মেয়ে।

মুন্নির চাচা এরশাদ বলেন, “সদর হাসপাতালে নেয়ার সময় ওর জ্ঞান ছিল। এমনকি মেডিকেল কলেজে নেয়ার পরও সে বেঁচে ছিল। কিন্তু দুইটি সরকারি হাসপাতালে এন্টিভেনোম না থাকার কারণে আমরা মুন্নিকে হারালাম। এটা সরকারি স্বাস্থ্যব্যবস্থার চরম ব্যর্থতা।”

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, “আমরা অনেক আগেই এন্টিভেনোম চেয়ে চাহিদা পাঠিয়েছি। তবে এখনো সরবরাহ আসেনি। সাধারণত সাপে কামড়ানো রোগীদের আমরা উপসর্গভিত্তিক চিকিৎসা দিয়ে থাকি। শিশুটির মৃত্যুর বিষয়টি আমি আগামীকাল হাসপাতালে গিয়ে খতিয়ে দেখব।”