আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ -২ ( সিংগাইর, হরিরামপুর, সদর আংশিক) সংসদীয় আসনে প্রার্থী হিসেবে মো: জাহিদুর রহমান সাহেবকে প্রাথমিক ভাবে নির্বাচন করেছেন।
মো: জাহিদুর রহমান সাহেব, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, এবং বর্তমান ইবনেসিনা ট্রাস্ট এর ডিজিএম।
আজ বুধবার (৯ জুলাই) জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকদের ফেসবুক আইডিতে মো: জাহিদুর রহমান সাহেবকে নিয়ে প্রচারণা করতে দেখা যায়। এই বিষয়ে নিশ্চিত হতে মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মো: কামরুল ইসলাম সাহেবের সাথে যোগাযোগ করে ঢাকা ভয়েস২৪।
তার কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি ঢাকা ভয়েস২৪ কে বলেন, এটি আমাদের প্রাথমিক বাছাই মাত্র। এখনো অফিসিয়ালি আমরা প্রার্থী ঘোষণা করিনি। আমরা আনুষ্ঠানিক ভাবে প্রার্থী ঘোষণা করবো এর পূর্ব পর্যন্ত প্রাথমিক বাছাই রিবর্তন হতে পারে।