শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, আপনারা নিশ্চিত থাকুন ইসলামপন্থীরা বিজয়ী হলে এক পয়সাও দুর্নীতি হবে না। বাংলাদেশে ইসলাম বিজয়ী হলে এদেশে একজন মানুষকে ক্ষুধার্ত রেখে প্রেসিডেন্ট পেট পুড়ে খাবার খাবেনা।
জুলাই বুধবার বিকাল ৩ টায় কুমারখালী বাস টার্মিনালে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া – ৪ আসনের আওতাধীন (কুমারখালী-খোকসা ) উপজেলা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন শায়খে সৈয়দ ফয়জুল করিম, সিনিয়র নায়েবে আমীর ইসলামী আন্দোলন বাংলাদেশ ।
তিনি আরো বলেন, অনেকের শাসন দেখেছেন কিন্তু কেউ মানুষের শান্তি নিশ্চিত করতে পারেনাই সুতরাং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ইসলাম, দেশ ও মানবতার পক্ষে একবার ইসলামপন্হীদের সুযোগ দিন। ইসলামপন্থীরা বিজয়ী হলে; এদেশের মানুষের কাঙ্ক্ষিত অধিকার সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।
শায়খে চরমোনাই বলেন, যাদের রক্তে দুর্নীতি ও মানুষ হত্যার মতো হারাম প্রবাহিত, তাদের মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না। ৫ আগস্টের পর যারা চাদাবাজি করছে, ধর্ষণ ও খুনখারাবি করছে তাদেরকেও এদেশের মানুষ আর দেখতে চায়না।
ইসলামী আন্দোলনের সমাবেশে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার।
কুষ্টিয়া-৪ ( কুমারখালী – খোকসা ) আসনের ইসলামী আন্দোলন মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় আরো বক্তৃতা করেন, কুষ্টিয়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, জেলা সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী উপজেলা আহ্বায়ক আব্দুর রহমান সহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।