বন্যা পরিস্থিতি খাগড়াছড়ি: পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত
গত কয়েক দিনের একটানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় নদী-নালা ও ছড়া উপচে পানি প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে এবং সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ি অঞ্চলের ভারী বৃষ্টিপাতের ফলে নদীর পানি হঠাৎ করে বেড়ে গেছে। এতে করে হাটবাজার, ঘরবাড়ি, রাস্তাঘাট, এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত পানিতে তলিয়ে গেছে।
সরজমিনে দেখা যায়,অনেক পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে এখন শিশু-বৃদ্ধসহ নারী-পুরুষের উপচে পড়া ভিড়। পানিবন্দি মানুষজন বিশুদ্ধ পানির সংকটে পড়েছে এবং স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।
কৃষিজমি পানিতে তলিয়ে ফসল নষ্ট হয়েছে।স্থানীয় রাস্তাঘাট ভেঙে পড়েছে ও চলাচলে সমস্যা হচ্ছে।কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে নিরাপত্তাজনিত কারণে।
জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করছেন। আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ও ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। তবে ত্রাণের পরিমাণ প্রয়োজনের তুলনায় এখনও সীমিত।
স্থানীয়দের দাবি. ক্ষতিগ্রস্তদের দ্রুত ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা নিশ্চিত করণ, পানিবাহিত রোগ প্রতিরোধে চিকিৎসা ব্যবস্থা জোরদার করা এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করা এখন সময়ের দাবি।