রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রশিবিরের ২০২৫ সেশনের বাকি সময়ের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সুমন সরকার। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১১ তম ব্যাচ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ছাড়া সেক্রেটারি মনোনীত হয়েছেন আব্দুর রাকিব মুরাদ তিনিও সমাজবিজ্ঞান বিভাগ ১১ তম ব্যাচ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আজ বুধবার (৯ জুলাই) এক জরুরী সদস্য সমাবেশে এই সেটআপ সম্পন্ন হয়।
কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মিছবাহুল করিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম।
শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত সুমন সরকারকে শাখা সভাপতি হিসেবে ঘোষণা ও কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে সাংবিধানিক শপথ পাঠ করান কেন্দ্রীয় সেক্রেটারী নূরুল ইসলাম সাদ্দাম।পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে আব্দুর রাকিব মুরাদকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন নবনির্বাচিত সভাপতি। বিষয়টি শাখা ছাত্রশিবিরের একাধিক সদস্য নিশ্চিত করেছেন।
এর আগের কমিটিতে, সুমন সরকার শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ও আব্দুর রাকিব মুরাদ সাবেক অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।