নোয়াখালী জেলায় চলমান বন্যা পরিস্থিতিতে বন্যার্ত মানুষের সহযোগিতায় হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা শাখা।
নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমান এক বিবৃতিতে বলেন,”বন্যার্তদের যেকোনো সহযোগিতার জন্য আমরা সবসময় প্রস্তুত। মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেয়া হয়েছে।”
তিনি আরও জানান, দুর্গত মানুষের খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ এবং ত্রাণ সহায়তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। জরুরি প্রয়োজনে যে কেউ হেল্পলাইনে যোগাযোগ করে সহায়তা পেতে পারেন।
উল্লেখ্য, গত বছরও ভয়াবহ বন্যার সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা শাখার উদ্যোগে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হয়, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।
যে কোনো সহযোগিতার জন্য হেল্পলাইনে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
ছাত্রশিবিরের নেতৃবৃন্দ জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে।