ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দ্বীপ হাতিয়াকে উন্নয়নের মডেল গড়ার ঘোষণা দিলেন জামায়াত নেত এড. শাহ মাহফুজ Logo মেহরিন চৌধুরীর নামে অ্যাওয়ার্ড চালু করবে সরকার : প্রেসসচিব Logo শাহজালাল বিমানবন্দরে ১২ কোটি টাকার স্বর্ণ জব্দ Logo শ্রীপুরে স্ত্রীকে হত্যা,মাদক কারবারি স্বামীর বাড়ি পুড়িয়ে দিল গ্রামবাসী Logo টঙ্গীতে জমির দখল নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ৩, থানায় পাল্টাপাল্টি অভিযোগ Logo তালিকা থেকে জুলাই শহিদের ৮ জনের নাম বাতিল করে গেজেট প্রকাশ Logo দেশে বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা, ভারি বর্ষণ হবে টানা ৫ দিন যে অঞ্চলে Logo পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ Logo তা’মীরুল মিল্লাত টঙ্গীতে কামিল ও অনার্স শ্রেণীর সবক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাকসু নির্বাচনের ভোটার তালিকার খসড়া প্রকাশ

এডমিট কার্ডে একাধিক বিষয়ে ভুল, আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ২৮৬ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের এডমিট কার্ডে একাধিক বিষয়ে ও বিষয় কোডে ভুল ধরা পড়ায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন ২৮৬ জন শিক্ষার্থী। কেউ একজনের এডমিটে ১টি, আবার কারো ক্ষেত্রে ২, ৩ বা ৪টি পর্যন্ত ভুল বিষয় ও কোড লেখা হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করছেন, তারা যেসব বিষয় গ্রহণ করেননি বা কখনও পড়েননি, সেসব বিষয়েই এখন পরীক্ষা দিতে হচ্ছে।
ঘটনার প্রতিবাদে আজ সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা আশুলিয়ার প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন, যার ফলে বেরিবাঁধ থেকে বাইপাইল পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে বহু যানবাহন, যাত্রী ও অ্যাম্বুলেন্স।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, “কাল আমাদের পরীক্ষা। অথচ এখন এডমিটে এমন সব বিষয়ের নাম এসেছে, যেগুলো আমরা কখনো পড়িনি। কেউ কোড ভুল, কেউ বিষয়ই ভুল পেয়েছে। এই অবস্থায় আমরা পরীক্ষা দেব কীভাবে?”
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজ কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তারা দাবি করেন, প্রধান শিক্ষকের গাফিলতিতেই এই বিপর্যয় ঘটেছে।
বিক্ষোভকারীদের তিন দফা দাবি:
1. ভুল এডমিট কার্ড অবিলম্বে সংশোধন
2. দায়ী প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টদের অপসারণ
3. শিক্ষা বোর্ডের জরুরি হস্তক্ষেপ ও তদন্ত
এ ব্যাপারে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে আন্দোলনের কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়া-সাভার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সাধারণ মানুষ ও পরিবহন চালকেরা দুর্ভোগে পড়েন।
অভিভাবকরা বলেন, “আমরা চাই দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে কেউ যেন খেলা না করে।”
এখন পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দ্বীপ হাতিয়াকে উন্নয়নের মডেল গড়ার ঘোষণা দিলেন জামায়াত নেত এড. শাহ মাহফুজ

এডমিট কার্ডে একাধিক বিষয়ে ভুল, আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ২৮৬ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

আপডেট সময় ০৩:০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের এডমিট কার্ডে একাধিক বিষয়ে ও বিষয় কোডে ভুল ধরা পড়ায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন ২৮৬ জন শিক্ষার্থী। কেউ একজনের এডমিটে ১টি, আবার কারো ক্ষেত্রে ২, ৩ বা ৪টি পর্যন্ত ভুল বিষয় ও কোড লেখা হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করছেন, তারা যেসব বিষয় গ্রহণ করেননি বা কখনও পড়েননি, সেসব বিষয়েই এখন পরীক্ষা দিতে হচ্ছে।
ঘটনার প্রতিবাদে আজ সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা আশুলিয়ার প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন, যার ফলে বেরিবাঁধ থেকে বাইপাইল পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে বহু যানবাহন, যাত্রী ও অ্যাম্বুলেন্স।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, “কাল আমাদের পরীক্ষা। অথচ এখন এডমিটে এমন সব বিষয়ের নাম এসেছে, যেগুলো আমরা কখনো পড়িনি। কেউ কোড ভুল, কেউ বিষয়ই ভুল পেয়েছে। এই অবস্থায় আমরা পরীক্ষা দেব কীভাবে?”
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজ কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তারা দাবি করেন, প্রধান শিক্ষকের গাফিলতিতেই এই বিপর্যয় ঘটেছে।
বিক্ষোভকারীদের তিন দফা দাবি:
1. ভুল এডমিট কার্ড অবিলম্বে সংশোধন
2. দায়ী প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টদের অপসারণ
3. শিক্ষা বোর্ডের জরুরি হস্তক্ষেপ ও তদন্ত
এ ব্যাপারে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে আন্দোলনের কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়া-সাভার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সাধারণ মানুষ ও পরিবহন চালকেরা দুর্ভোগে পড়েন।
অভিভাবকরা বলেন, “আমরা চাই দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে কেউ যেন খেলা না করে।”
এখন পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।