ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মানিকগঞ্জ -২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী প্রকাশ Logo জনপ্রতিনিধিরা শাসক নয় হবে খাদেম: সেলিম উদ্দিন Logo ‘নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বাহিনীতে ১৭ হাজার নতুন সদস্য নেওয়া হবে’ Logo নির্বাচনে সিসি ক্যামেরার আওতায় থাকবে সব ভোটকেন্দ্র Logo সরকারি খরচে বিদেশ সফর বন্ধ, কেনা যাবে না গাড়ি Logo ইসলামপন্থীরা বিজয়ী হলে এক পয়সাও দুর্নীতি হবে না: শায়খে চরমোনাই Logo গাইবান্ধায় বিয়ে বাড়িতে মাংস কম দেওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ Logo আইনশৃঙ্খলা বাহিনীর লা’ঠিচা’র্জে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ২০ শিক্ষার্থী আ’হ’ত Logo বন্যা পরিস্থিতি খাগড়াছড়ি: পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত Logo কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

এডমিট কার্ডে একাধিক বিষয়ে ভুল, আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ২৮৬ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের এডমিট কার্ডে একাধিক বিষয়ে ও বিষয় কোডে ভুল ধরা পড়ায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন ২৮৬ জন শিক্ষার্থী। কেউ একজনের এডমিটে ১টি, আবার কারো ক্ষেত্রে ২, ৩ বা ৪টি পর্যন্ত ভুল বিষয় ও কোড লেখা হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করছেন, তারা যেসব বিষয় গ্রহণ করেননি বা কখনও পড়েননি, সেসব বিষয়েই এখন পরীক্ষা দিতে হচ্ছে।
ঘটনার প্রতিবাদে আজ সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা আশুলিয়ার প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন, যার ফলে বেরিবাঁধ থেকে বাইপাইল পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে বহু যানবাহন, যাত্রী ও অ্যাম্বুলেন্স।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, “কাল আমাদের পরীক্ষা। অথচ এখন এডমিটে এমন সব বিষয়ের নাম এসেছে, যেগুলো আমরা কখনো পড়িনি। কেউ কোড ভুল, কেউ বিষয়ই ভুল পেয়েছে। এই অবস্থায় আমরা পরীক্ষা দেব কীভাবে?”
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজ কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তারা দাবি করেন, প্রধান শিক্ষকের গাফিলতিতেই এই বিপর্যয় ঘটেছে।
বিক্ষোভকারীদের তিন দফা দাবি:
1. ভুল এডমিট কার্ড অবিলম্বে সংশোধন
2. দায়ী প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টদের অপসারণ
3. শিক্ষা বোর্ডের জরুরি হস্তক্ষেপ ও তদন্ত
এ ব্যাপারে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে আন্দোলনের কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়া-সাভার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সাধারণ মানুষ ও পরিবহন চালকেরা দুর্ভোগে পড়েন।
অভিভাবকরা বলেন, “আমরা চাই দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে কেউ যেন খেলা না করে।”
এখন পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জ -২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী প্রকাশ

এডমিট কার্ডে একাধিক বিষয়ে ভুল, আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ২৮৬ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

আপডেট সময় ০৩:০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের এডমিট কার্ডে একাধিক বিষয়ে ও বিষয় কোডে ভুল ধরা পড়ায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন ২৮৬ জন শিক্ষার্থী। কেউ একজনের এডমিটে ১টি, আবার কারো ক্ষেত্রে ২, ৩ বা ৪টি পর্যন্ত ভুল বিষয় ও কোড লেখা হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করছেন, তারা যেসব বিষয় গ্রহণ করেননি বা কখনও পড়েননি, সেসব বিষয়েই এখন পরীক্ষা দিতে হচ্ছে।
ঘটনার প্রতিবাদে আজ সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা আশুলিয়ার প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন, যার ফলে বেরিবাঁধ থেকে বাইপাইল পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে বহু যানবাহন, যাত্রী ও অ্যাম্বুলেন্স।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, “কাল আমাদের পরীক্ষা। অথচ এখন এডমিটে এমন সব বিষয়ের নাম এসেছে, যেগুলো আমরা কখনো পড়িনি। কেউ কোড ভুল, কেউ বিষয়ই ভুল পেয়েছে। এই অবস্থায় আমরা পরীক্ষা দেব কীভাবে?”
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজ কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তারা দাবি করেন, প্রধান শিক্ষকের গাফিলতিতেই এই বিপর্যয় ঘটেছে।
বিক্ষোভকারীদের তিন দফা দাবি:
1. ভুল এডমিট কার্ড অবিলম্বে সংশোধন
2. দায়ী প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টদের অপসারণ
3. শিক্ষা বোর্ডের জরুরি হস্তক্ষেপ ও তদন্ত
এ ব্যাপারে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে আন্দোলনের কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়া-সাভার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সাধারণ মানুষ ও পরিবহন চালকেরা দুর্ভোগে পড়েন।
অভিভাবকরা বলেন, “আমরা চাই দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে কেউ যেন খেলা না করে।”
এখন পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।