ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
জুয়া সামগ্রী ও মাদক উদ্ধার

গোবিন্দগঞ্জে গভীর রাতে যৌথ অভিযানে ১০ জুয়াড়ি আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীহাট পুলিশ ফাঁড়ির পাশে গভীর রাতে যৌথ অভিযানে ১০ জন জুয়াড়িকে আটক করেছে যৌথ বাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশের সদস্যরাও অংশ নেন।

অভিযান চলাকালে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ ১৫ হাজার ৫২৪ টাকা, ১০টি মোবাইল ফোন ও সামান্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, “জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত চলবে। এলাকায় অপরাধ দমনে আমরা সবসময় তৎপর রয়েছি।”

অভিযান চলাকালে কিছু সময়ের জন্য স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অভিযান শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রেমিট্যান্সে রেকর্ড, জুলাইয়ের ৩০ দিনে এলো ২৩৭ কোটি ডলার

জুয়া সামগ্রী ও মাদক উদ্ধার

গোবিন্দগঞ্জে গভীর রাতে যৌথ অভিযানে ১০ জুয়াড়ি আটক

আপডেট সময় ০১:২৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীহাট পুলিশ ফাঁড়ির পাশে গভীর রাতে যৌথ অভিযানে ১০ জন জুয়াড়িকে আটক করেছে যৌথ বাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশের সদস্যরাও অংশ নেন।

অভিযান চলাকালে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ ১৫ হাজার ৫২৪ টাকা, ১০টি মোবাইল ফোন ও সামান্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, “জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত চলবে। এলাকায় অপরাধ দমনে আমরা সবসময় তৎপর রয়েছি।”

অভিযান চলাকালে কিছু সময়ের জন্য স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অভিযান শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।