ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আমিরে জামায়াত দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা রাখায় কৃতজ্ঞ চিকিৎসকরা Logo জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন Logo গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট Logo ঢাকা কলেজে অনুষ্ঠিত হলো বেসিক মানবাধিকার বিষয়ক কর্মশালা Logo ছাত্রদলের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ৬ নির্দেশনা Logo আমীরে জামায়াতের  হার্টে ৪ ব্লক, শনিবার বাইপাস সার্জারি Logo শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধাদের ২ গ্রুপের সংঘর্ষ Logo আওয়ামি সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন Logo জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি আগামীকাল Logo রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো ভারত

সাটুরিয়ায় গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতাদের ছিনিয়ে নিতে এসে আরো ৪ জন গ্রেফতার

মানিকগঞ্জ, ৮ জুলাই ২০২৫ – মানিকগঞ্জের সাটুরিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তারের পর তাঁদের থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সন্ধ্যায় (৭ জুলাই, ২০২৫) সাটুরিয়া থানা পুলিশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক হেলাল, এবং ছাত্রলীগ কর্মী রাব্বিসহ মোট চারজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করে।

রাব্বির বাড়ি সাটুরিয়া থানা সংলগ্ন উত্তর কাউন্নারা গ্রামে। গ্রেপ্তারের পর তাঁদের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা থানার সামনে ভিড় জমায়, যা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে।

ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও নতুন গ্রেপ্তার
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গ্রেপ্তারকৃতদের মানিকগঞ্জ সদর থানায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু, প্রিজন ভ্যানে করে তাঁদের নিয়ে যাওয়ার সময় আত্মীয়-স্বজনরা ভ্যানটি আটকে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ ঘটনায় সাটুরিয়া থানার উপপরিদর্শক মো. আব্বাস উদ্দিন বাদী হয়ে আজ সকালে (৮ জুলাই) একটি মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় উত্তর কাউন্নারা গ্রামের আসর উদ্দিন, তাঁর স্ত্রী রোজিনা বেগম, পুত্রবধূ আজরিন আক্তার, এবং আরও একজন গ্রেপ্তার করা হয়েছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত মোট আটজনকেই আদালতে পাঠানো হয়েছে।

 

জনপ্রিয় সংবাদ

আমিরে জামায়াত দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা রাখায় কৃতজ্ঞ চিকিৎসকরা

সাটুরিয়ায় গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতাদের ছিনিয়ে নিতে এসে আরো ৪ জন গ্রেফতার

আপডেট সময় ০৮:০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

মানিকগঞ্জ, ৮ জুলাই ২০২৫ – মানিকগঞ্জের সাটুরিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তারের পর তাঁদের থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সন্ধ্যায় (৭ জুলাই, ২০২৫) সাটুরিয়া থানা পুলিশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক হেলাল, এবং ছাত্রলীগ কর্মী রাব্বিসহ মোট চারজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করে।

রাব্বির বাড়ি সাটুরিয়া থানা সংলগ্ন উত্তর কাউন্নারা গ্রামে। গ্রেপ্তারের পর তাঁদের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা থানার সামনে ভিড় জমায়, যা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে।

ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও নতুন গ্রেপ্তার
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গ্রেপ্তারকৃতদের মানিকগঞ্জ সদর থানায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু, প্রিজন ভ্যানে করে তাঁদের নিয়ে যাওয়ার সময় আত্মীয়-স্বজনরা ভ্যানটি আটকে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ ঘটনায় সাটুরিয়া থানার উপপরিদর্শক মো. আব্বাস উদ্দিন বাদী হয়ে আজ সকালে (৮ জুলাই) একটি মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় উত্তর কাউন্নারা গ্রামের আসর উদ্দিন, তাঁর স্ত্রী রোজিনা বেগম, পুত্রবধূ আজরিন আক্তার, এবং আরও একজন গ্রেপ্তার করা হয়েছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত মোট আটজনকেই আদালতে পাঠানো হয়েছে।