চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্বের আমন্ত্রণে আগামী ১১ই জুলাই থেকে ১৫ই জুলাই অবধি স্বতন্ত্র রাজনৈতিক দল হিসেবে চীন সফরে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।দলটির শীর্ষ পর্যায়ের ৯ সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন জামায়াতের আমীর ডা শফিকুর রহমান।
এর আগে, গত মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির উচ্চ পর্যায়ে একটি প্রতিনিধি দল চীন সফর করে। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ছিল সেই সফর।
৫ই আগস্ট রক্তাক্ত অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পেশাজীবি, সাংবাদিক, ছাত্র প্রতিনিধির সমন্বয়ে গঠিত বিভিন্ন টিমের এমন সফর হয়েছে। তারও আগে ক্ষমতাসীন আওয়ামীলীগের সাধার সম্পাদক নেতৃত্বাধীন দলটির একাধিক টিম চীন সফর করে।
জামায়াতে ইসলামীর ৯–সদস্যের ওই প্রতিনিধি দলের চীন সফর উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকাস্থ দেশটির দূতাবাস এক রিসিপশন অনুষ্ঠানের আয়োজন করে। রাতে দূতাবাসের ফেসবুক পেজে সচিত্র বার্তায় এটি প্রচার করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
এদিকে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মঙ্গলবার সকালে সদ্য চীন সফর করা বিএনপি দলটির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন।