ফেনীতে টানা বৃষ্টিপাতের কারণে শহরের সকল সড়ক পানিতে তলিয়ে গেছে। এসময় দোকানপাট সহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। প্রবল বৃষ্টিতে সকালে শহরে জলাবদ্ধতা ও নদীতে ভাঙন দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৩৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি বছরে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
সোমবার সকাল ৯টা হতে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টার মধ্যে এ বৃষ্টিপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মজিবুর রহমান
আবহাওয়া অফিস জানায়, টানা বৃষ্টির কারণে শহরের রামপুর, শাহীন একাডেমী, পাঠান বাড়ি, নাজির রোড, পেট্রো বাংলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ।
এছাড়াও টানা বৃষ্টিতে ফুলগাজীতে মুহুরী নদীর পাড় ভেঙে দুটি দোকান নদীগর্ভে তলিয়ে গেছে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, সীমান্তবর্তী মুহুরী, কহুয়া, সিলোনীয়া নদীর পানি বাড়ছে। তবে এখনও তা বিপদ সীমার নিচে রয়েছে। তবে ফেনীর ফুলগাজী বাজারের শ্রীপুর রোডে মঙ্গলবার সকালে মুহুরী নদীর পাড় ভেঙে দুটি দোকান নদী গর্ভে তলিয়ে গেছে।
স্থানীয়রা জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে এর আগেও মুহুরী নদীর পাড় ভেঙে কয়েকটি দোকান ঘর নদীগর্ভে তলিয়ে যায়।
প্রবাল বৃষ্টিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফেনী সরকারী কলেজের পরিক্ষা স্থগিত করা হয়। এছাড়াও শহরের অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ক্লাস ও পরিক্ষা স্থগিত করা হয়।