ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হিজাব পরায় ছাত্রীদের বের করে দেওয়ার অভিযোগ, শিক্ষিকা বরখাস্ত Logo পাঁচ মাসে ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ: বিডা Logo বুধবার থেকে ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ, নোটিশ জারি করল যুক্তরাষ্ট্র Logo প্রকৌশলী রোকন হত্যার হুমকির প্রতিবাদে রুয়েটিয়ানদের স্মারকলিপি প্রদান ও আল্টিমেটাম Logo আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার কিছু নেই: অপু বিশ্বাস Logo বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল হলেন যুক্তরাষ্ট্রের ব্রিগেডিয়ার জেনারেল Logo আইআইইউসিতে ক্লাসরুম সংকট নিরসন, ল্যাব স্থাপন সহ ৭ দফা দাবিতে উপাচার্য বরাবর স্বারক লিপি প্রদান Logo ৪০ দেশের প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন Logo ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত করলো বিএনপি Logo শোকজের জবাবে যা লিখলেন ফজলুর রহমান

মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প

টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। মাস্কের এই ‘আমেরিকা পার্টি’ গঠনের উদ্যোগকে সরাসরি কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তিনি এ উদ্যোগকে ‘হাস্যকর’, ‘উদ্ধত’ ও ‘বিভ্রান্তিকর’ বলে মন্তব্য করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রোববার (৭ জুলাই) ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে ওঠার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন করাটা একেবারেই হাস্যকর। যুক্তরাষ্ট্রে বহু বছর ধরেই দুই-দলের রাজনৈতিক কাঠামো বিদ্যমান। তৃতীয় দল গঠন কেবল বিভ্রান্তি সৃষ্টি করবে।”

সম্প্রতি ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছেন, যার উদ্দেশ্য রিপাবলিকান ও ডেমোক্র্যাট—এই দুই প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তির বাইরে একটি বিকল্প ধারা তৈরি করা।

একসময় ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ট্রাম্প প্রশাসনে মাস্ককে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (ডিওজিই)-এর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল সরকারি ব্যয় হ্রাস। তবে গত কয়েক সপ্তাহে মাস্কের ট্রাম্পবিরোধী অবস্থান এবং ট্রাম্পের বাজেট পরিকল্পনা নিয়ে প্রকাশ্য সমালোচনার পর তাদের সম্পর্কে টানাপড়েন তৈরি হয়।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ মাস্ককে কটাক্ষ করে বলেন, “দুঃখজনকভাবে ইলন মাস্ক এখন যেন রেললাইনচ্যুত একটি ট্রেন দুর্ঘটনার মতো—পুরোপুরি নিয়ন্ত্রণহীন।”

ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়িকে (EV) বাধ্যতামূলক করার প্রস্তাব নিয়েও ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “এই পরিকল্পনা অনুযায়ী জনগণকে বাধ্য করা হতো দ্রুত সময়ের মধ্যে ইভি গাড়ি কিনতে। আমি শুরু থেকেই এর বিরোধিতা করে আসছি। নতুন বাজেট আইনে আমরা নিশ্চিত করেছি, জনগণ ইভি নয়—নিজের পছন্দমতো গ্যাসচালিত, হাইব্রিড কিংবা অন্যান্য প্রযুক্তির গাড়ি কিনতে পারবেন।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হিজাব পরায় ছাত্রীদের বের করে দেওয়ার অভিযোগ, শিক্ষিকা বরখাস্ত

মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প

আপডেট সময় ০৬:১০:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। মাস্কের এই ‘আমেরিকা পার্টি’ গঠনের উদ্যোগকে সরাসরি কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তিনি এ উদ্যোগকে ‘হাস্যকর’, ‘উদ্ধত’ ও ‘বিভ্রান্তিকর’ বলে মন্তব্য করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রোববার (৭ জুলাই) ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে ওঠার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন করাটা একেবারেই হাস্যকর। যুক্তরাষ্ট্রে বহু বছর ধরেই দুই-দলের রাজনৈতিক কাঠামো বিদ্যমান। তৃতীয় দল গঠন কেবল বিভ্রান্তি সৃষ্টি করবে।”

সম্প্রতি ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছেন, যার উদ্দেশ্য রিপাবলিকান ও ডেমোক্র্যাট—এই দুই প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তির বাইরে একটি বিকল্প ধারা তৈরি করা।

একসময় ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ট্রাম্প প্রশাসনে মাস্ককে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (ডিওজিই)-এর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল সরকারি ব্যয় হ্রাস। তবে গত কয়েক সপ্তাহে মাস্কের ট্রাম্পবিরোধী অবস্থান এবং ট্রাম্পের বাজেট পরিকল্পনা নিয়ে প্রকাশ্য সমালোচনার পর তাদের সম্পর্কে টানাপড়েন তৈরি হয়।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ মাস্ককে কটাক্ষ করে বলেন, “দুঃখজনকভাবে ইলন মাস্ক এখন যেন রেললাইনচ্যুত একটি ট্রেন দুর্ঘটনার মতো—পুরোপুরি নিয়ন্ত্রণহীন।”

ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়িকে (EV) বাধ্যতামূলক করার প্রস্তাব নিয়েও ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “এই পরিকল্পনা অনুযায়ী জনগণকে বাধ্য করা হতো দ্রুত সময়ের মধ্যে ইভি গাড়ি কিনতে। আমি শুরু থেকেই এর বিরোধিতা করে আসছি। নতুন বাজেট আইনে আমরা নিশ্চিত করেছি, জনগণ ইভি নয়—নিজের পছন্দমতো গ্যাসচালিত, হাইব্রিড কিংবা অন্যান্য প্রযুক্তির গাড়ি কিনতে পারবেন।”