ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে : গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জামায়াতে ইসলামী মনে করে দেশে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে।’
আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য দলটির জাতীয় সমাবেশ উপলক্ষ্য সোহরাওয়ার্দী উদ্যানে মাঠ পরিদর্শনে গিয়ে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় গোলাম পরওয়ার বলেন, ‘সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে রয়েছে। এ জন্য আমরা বলছি লেভেল প্লেয়িং ফিল্ড এখন নাই।

যে কারণে আমিরে জামায়াতও বলেছেন এই পরিস্থিতিতে নির্বাচন আমরা মেনে নিতে পারি না।’ 

তিনি বলেন, ‘আমাদের আমির বলেছেন, নির্বাচন আমরা চাই। কিন্তু সেই নির্বাচন যেন যেনতেনভাবে না হয়। যেনতেন’র অর্থই হলো কোনোদিকে প্রশাসন ঝুঁকে পড়বে, নিরপেক্ষ হবে না।

আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে। আবার প্রশাসন জবরদস্তি করবে। কেন্দ্র দখল হবে।’ 

জামায়াতের সেক্রেটারির দাবি, দলীয় প্রধান জামায়াত আমিরের বক্তব্য অনেক সময় মিসকোড করা হয়।

তিনি বলেন, ‘আমরা নির্বাচন পেছানো, নির্বাচন না করা কিংবা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই।’
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাকসু নির্বাচনে অব্যপস্থাপনার নেপথ্যে বিএনপিপন্থী শিক্ষকদের গ্রুপিং

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে : গোলাম পরওয়ার

আপডেট সময় ০৫:৩৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জামায়াতে ইসলামী মনে করে দেশে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে।’
আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য দলটির জাতীয় সমাবেশ উপলক্ষ্য সোহরাওয়ার্দী উদ্যানে মাঠ পরিদর্শনে গিয়ে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় গোলাম পরওয়ার বলেন, ‘সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে রয়েছে। এ জন্য আমরা বলছি লেভেল প্লেয়িং ফিল্ড এখন নাই।

যে কারণে আমিরে জামায়াতও বলেছেন এই পরিস্থিতিতে নির্বাচন আমরা মেনে নিতে পারি না।’ 

তিনি বলেন, ‘আমাদের আমির বলেছেন, নির্বাচন আমরা চাই। কিন্তু সেই নির্বাচন যেন যেনতেনভাবে না হয়। যেনতেন’র অর্থই হলো কোনোদিকে প্রশাসন ঝুঁকে পড়বে, নিরপেক্ষ হবে না।

আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে। আবার প্রশাসন জবরদস্তি করবে। কেন্দ্র দখল হবে।’ 

জামায়াতের সেক্রেটারির দাবি, দলীয় প্রধান জামায়াত আমিরের বক্তব্য অনেক সময় মিসকোড করা হয়।

তিনি বলেন, ‘আমরা নির্বাচন পেছানো, নির্বাচন না করা কিংবা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই।’