বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার উদ্যোগে আয়োজিত মৌসুমী ফল উৎসব ২০২৫ বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ উজ্জ্বল দাস গুপ্ত। সার বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া পৌরসভার সম্মানিত আমির শাহ মোহাম্মদ জাকউল্লাহ সাজুলী স্যার।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার অফিস সম্পাদক হাফেজ পারভেজ হোসেন ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার HRD সম্পাদক হাফেজ মাহবুব আলম।
এছাড়াও ক্যাম্পাস শাখার নেতৃবৃন্দ, দায়িত্বশীল সদস্য ও সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের নৈতিক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও ইসলামী সাংস্কৃতিক চেতনার উন্নয়ন ঘটেছে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।