মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্দারমানিক গ্রামের পদ্ম নদীর চর থেকে জীবিত উদ্ধার করা হয় এক বৃহৎ আকৃতির মারাত্মক বিষধর রাসেল ভাইপার সাপ।
বরিবার (৬ জুলাই) দুপুরে নদীর চরে গিয়ে স্থানীয় লোক জন দেখতে পান চাইনা জালে আটকে আছে রাসেল ভাইপার। তখন তারা সাপটিকে জীবিত উদ্ধার করেন এবং এই সাপটিকে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় রেসকিউ টিমের কাছে হস্তান্তর এর কথা জানান।
হরিরামপুর উপজেলা সাস্থ কমপ্লেক্সের কর্মকর্তার সাথে কথা বললে সে সাপটির ক্ষিপ্রতার কথা উল্লেখ করে মানুষকে সতর্ক থাকাতে বলেন।
অন্যদিকে নদীর চরে এত বড় রাসেল ভাইপারের উপস্থিতি নদী তীরবর্তী মানুষের মাঝে আতঙ্কের জন্ম দিয়েছে