ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইমামকে অপমান ও হত্যার হুমকি: এলাকায় চরম উত্তেজনা

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের পৈলানপুর মুন্সিপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম মোহাম্মদ বায়েজিদ বোস্তামীকে প্রকাশ্যে অপমান, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (৫ জুলাই ২০২৫) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, স্থানীয় বিএনপি নেতা আতিয়ার ও তার সহযোগী ডাক্তার জাহিদ মসজিদের ইমামকে ডেকে এনে প্রকাশ্যে অপমান করেন এবং মারধরের হুমকি দেন। তারা ইমামকে উদ্দেশ্য করে বলেন:

“তুই বেশি কথা বলিস কেন? এখান থেকে ঠ্যাং ভেঙে দেব। দাড়ি-টুপি বেশি দেখাইস না।”

 

তারা আরও বলেন, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতাল মানুষের টাকা খায় এবং এসব দাড়ি-টুপি ওয়ালারাই এসব চালায়। এছাড়াও তারা হুমকি দিয়ে বলেন, মসজিদের ভিতরে কোনো বৈঠক চলবে না এবং কুরআনের শিক্ষা দেওয়া যাবে না।

ঘটনাস্থলে উপস্থিত মুসল্লিরা জানান, দীর্ঘদিন ধরেই একটি বিশেষ মহল ধর্মীয় শিক্ষা ও কার্যক্রম বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইমাম বায়েজিদ বোস্তামী এ বিষয়ে বলেন:

“আমি দীর্ঘদিন ধরে মসজিদে কুরআনের শিক্ষা দিচ্ছি। কিন্তু কিছু লোক বারবার এসব বন্ধ করার চেষ্টা করছে। আজ প্রকাশ্যে আমাকে গালাগালি ও হত্যার হুমকি দিয়েছে।”

 

এ ঘটনায় এলাকার মুসল্লি ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, মসজিদ ও ইসলামী শিক্ষা নিয়ে এই ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ইমাম, খতিব ও ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে হয়রানি, হুমকি ও হামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। সচেতন মহল মনে করছে, এ ধরনের ঘটনাগুলোর বিরুদ্ধে প্রশাসনের কঠোর ও দ্রু

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাসিনাসহ ১শ’ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ

ইমামকে অপমান ও হত্যার হুমকি: এলাকায় চরম উত্তেজনা

আপডেট সময় ১১:২৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের পৈলানপুর মুন্সিপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম মোহাম্মদ বায়েজিদ বোস্তামীকে প্রকাশ্যে অপমান, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (৫ জুলাই ২০২৫) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, স্থানীয় বিএনপি নেতা আতিয়ার ও তার সহযোগী ডাক্তার জাহিদ মসজিদের ইমামকে ডেকে এনে প্রকাশ্যে অপমান করেন এবং মারধরের হুমকি দেন। তারা ইমামকে উদ্দেশ্য করে বলেন:

“তুই বেশি কথা বলিস কেন? এখান থেকে ঠ্যাং ভেঙে দেব। দাড়ি-টুপি বেশি দেখাইস না।”

 

তারা আরও বলেন, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতাল মানুষের টাকা খায় এবং এসব দাড়ি-টুপি ওয়ালারাই এসব চালায়। এছাড়াও তারা হুমকি দিয়ে বলেন, মসজিদের ভিতরে কোনো বৈঠক চলবে না এবং কুরআনের শিক্ষা দেওয়া যাবে না।

ঘটনাস্থলে উপস্থিত মুসল্লিরা জানান, দীর্ঘদিন ধরেই একটি বিশেষ মহল ধর্মীয় শিক্ষা ও কার্যক্রম বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইমাম বায়েজিদ বোস্তামী এ বিষয়ে বলেন:

“আমি দীর্ঘদিন ধরে মসজিদে কুরআনের শিক্ষা দিচ্ছি। কিন্তু কিছু লোক বারবার এসব বন্ধ করার চেষ্টা করছে। আজ প্রকাশ্যে আমাকে গালাগালি ও হত্যার হুমকি দিয়েছে।”

 

এ ঘটনায় এলাকার মুসল্লি ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, মসজিদ ও ইসলামী শিক্ষা নিয়ে এই ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ইমাম, খতিব ও ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে হয়রানি, হুমকি ও হামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। সচেতন মহল মনে করছে, এ ধরনের ঘটনাগুলোর বিরুদ্ধে প্রশাসনের কঠোর ও দ্রু