ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ক্যান্টিন সংস্কারকাজ চলাকালে দেয়াল ধসে দানী ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করছে বিপ্লবী ছাত্র পরিষদ। একইসঙ্গে এ ঘটনায় তীব্র প্রতিবাদও জানিয়েছে সংগঠনটি।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ এবং সদস্য সচিব ফজলুর রহমান বলেন, এ মৃত্যু কোনো আকস্মিক দুর্ঘটনা নয়—বরং এটি নির্মাণ কাজের তদারকিতে চরম অবহেলা, নিরাপত্তাব্যবস্থার ঘাটতি এবং শ্রমজীবী মানুষের জীবনের প্রতি অবজ্ঞার নির্মম বহিঃপ্রকাশ।
তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে নির্মাণশ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় এ ঘটনা আমাদের সবাইকে প্রশ্নবিদ্ধ করে।
যুগ্ম-আহ্বায়ক ইয়ামিন সরকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতারা আরও বলেছেন, আজ একজন শ্রমিক প্রাণ হারিয়েছেন, কাল হয়তো কোনো শিক্ষার্থী প্রাণ হারাতে পারেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রাণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা এ মৃত্যুতে নীরব থাকব না; আমরা অবহেলার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব।
এছাড়া ওই সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নির্মাণশ্রমিকদের নিরাপত্তাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হলো-
১. নিহত দানী ইসলামের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও দীর্ঘমেয়াদি সহায়তা দিতে হবে।
২. সংশ্লিষ্ট নির্মাণকাজের অনুমোদন, তদারকি ও নিরাপত্তা ব্যবস্থায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের চিহ্নিত করে তদন্তসাপেক্ষে জবাবদিহির আওতায় আনতে হবে।
৩. বিশ্ববিদ্যালয়ের সব ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ভবন জরুরি ভিত্তিতে চিহ্নিত করে জনসমাগম নিষিদ্ধ করতে হবে।
৪. শ্রমিকদের জন্য হেলমেট, হারনেস, সেফটি গার্ডসহ প্রয়োজনীয় সরঞ্জাম বাধ্যতামূলক করতে হবে এবং প্রতিটি নির্মাণকাজ শুরুর আগে ঝুঁকি মূল্যায়ন নিশ্চিত করতে হবে।
৫. ‘নিরাপত্তা ছাড়া কাজ নয়’—এ নীতিকে আইনি ও প্রাতিষ্ঠানিকভাবে বাধ্যতামূলক করতে হবে।
ঢাকা ভয়েস ২৪/সোভান