ভারতের ক্রিকেট দলকে বাংলাদেশ সফরে না যাওয়ার পরামর্শ দিয়েছে ভারত সরকার। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে এই পরামর্শ দেয়া হয়েছে বলে জানিয়েছে বিসিসিআইয়ের একটি সূত্র ।
সংবাদ সংস্থাকে বোর্ডের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতের বাংলাদেশ সফর বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সরকার বিসিসিআইকে সেখানে না যাওয়ার পরামর্শ দিয়েছে ।
বলা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি ঠিক নেই। এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা শীঘ্রই করা হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ,ভারতের ১৭ আগস্ট থেকে বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল। এছাড়া, ২৬ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার। ভারত সর্বশেষ ২০২৪ সালে বাংলাদেশ সফর করেছিল। সেসময় উভয় দল তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল। ভারত সবকটি খেলাতেই বাংলা টাইগার্সকে পরাজিত করেছিল ।