বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা সদর উপজেলার উদ্যোগে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই ২০২৫) দারুল আমান ট্রাস্টের আলহাজ আছির উদ্দিন সরদার মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সদর উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে ৭ টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নাম ঘোষণা করা হয়।
সদর উপজেলার আমীর মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুলের সঞ্চালনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও জাতীয় এবং স্থানীয় নির্বাচন পরিচালক মাওলানা জহুরুল ইসলাম খান।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা হলেন; ১. আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ আকরাম মন্ডল, ২. দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম হেলাল, ৩. মালঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ মঈন উদ্দিন খান, ৪. সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু ইসহাক, ৫. চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ আসলাম হোসাইন, ৬. হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম, ৭. দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ দৌলত আলী মেম্বার। গয়েশপুর, ভাড়ারা এবং মালিগাছা এই তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জহুরুল ইসলাম খান বলেন: ইউনিয়ন পরিষদ হলো জনগণের সবচেয়ে ঘনিষ্ঠ সরকার। এখান থেকে যদি সৎ, যোগ্য ও ইসলামী মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব গড়ে ওঠে, তাহলে সমাজে ন্যায়ভিত্তিক পরিবর্তন সম্ভব। আসন্ন নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণ আজ পরিবর্তন চায়—সেই পরিবর্তনের নেতৃত্ব দিতেই আমাদের মাঠে নামতে হবে।” তিনি আরও বলেন, “আমরা ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা করার ব্রত নিয়ে নির্বাচন করছি। জনগণের অধিকার রক্ষায়, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও আল্লাহভীতিসম্পন্ন একটি ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে আমরা কাজ করছি।”
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জাকারিয়া হুসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা আরিফ হোসেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।