প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ছাত্রদের প্রতিনিধি খ্যাত দুই জন উপদেষ্টার নিকট শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদের প্রশ্ন—
“জুলাই ঘোষণাপত্র কখন হবে? কোন অদৃশ্য শক্তির কারণে জুলাই ঘোষণাপত্র হচ্ছে না?” জানতে চেয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম
শুক্রবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন প্রশ্ন করেন তিনি।
পোস্টে তিনি লিখেন, আজ রংপুরে ১০টি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ হয়েছে। তাদের অধিকাংশের প্রশ্ন— জুলাই ঘোষণাপত্র কখন হবে?
“আমাদের স্বামী, সন্তান, ভাইদের রক্তের ওপর আপনারা ক্ষমতায় আছেন, সামনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, সারা দেশে মুক্তভাবে আনন্দের সাথে সভা-সমাবেশ, জনসংযোগ ও পদযাত্রা করে বেড়াচ্ছেন। কিন্তু ঘোষণাপত্র হয় না কেন? শহীদের রক্তের কিংবা শহীদ পরিবারের দাবির কোনো মূল্য কি আপনাদের কাছে নেই?”
পোস্টে তিনি বলেন,লজ্জায় মাথা নিচু করে থাকলাম, কিছুই বলতে পারলাম না।
তিনি আরও লিখেন,প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ছাত্রদের প্রতিনিধি খ্যাত দুই জন উপদেষ্টার নিকট শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদের প্রশ্ন—
“জুলাই ঘোষণাপত্র কখন হবে? কোন অদৃশ্য শক্তির কারণে জুলাই ঘোষণাপত্র হচ্ছে না?”
আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবারের এই প্রশ্নের জবাব দিবেন।
অন্যথায় শহীদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে আপনাদের অফিসে গিয়ে জবাব নেওয়া হবে, ইনশাআল্লাহ।