ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই সনদ বাস্তবায়নে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না: নাহিদ ইসলাম Logo আগামী ৫ জুলাই সরকারি সফরে নবীনগরে আসছেন অর্থ উপদেষ্টা Logo জামায়াতের অনুষ্ঠানে গিয়ে ‘সৎ-যোগ্য’ লোককে ভোট দিতে বললেন ডিএমপি কর্মকর্তা Logo পাবনায় জামায়াত মনোনীত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ঘোষণা সমাবেশ অনুষ্ঠিত Logo কোন অদৃশ্য শক্তির কারণে জুলাই ঘোষণাপত্র হচ্ছে না?-প্রশ্ন ছাত্রশিবির সভাপতির Logo এখন থেকে পাগলা মসজিদে দান করা যাবে অনলাইনে Logo ছাত্রদল নেতার নির্দেশ: ফেক আইডি খুলে দৈনিক ১০টি করে পোস্ট দিতে হবে Logo সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি Logo নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কার প্রয়োজন: জামায়াত আমির Logo লক্ষ্মীপুরে রোগীকে হয়রানি করার অভিযোগ উঠেছে ডা.শিপলু সরকারের বিরুদ্ধে

এখন থেকে পাগলা মসজিদে দান করা যাবে অনলাইনে

এখন থেকে পাগলা মসজিদে দান করা যাবে অনলাইনে

কিশোরগঞ্জেরে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে প্রতি তিন থেকে চার মাস পরপর পাওয়া যায় কয়েক কোটি টাকা। মেলে স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা। এ বিষয়টিকে আরো সহজ ও প্রসারিত করার লক্ষ্যে এবং প্রবাসী ও দূর-দূরান্তের দানকারীদের সুবিধার্থে অনলাইন ডোনেশনের ব্যবস্থা করেছে মসজিদ কর্তৃপক্ষ।

শুক্রবার (৪ জুলাই) সকাল ১১টায় মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠানিকভাবে ওয়েবসাইট (http://www.paglamosque.org/) ও অনলাইন ডোনেশন কার্যক্রমের উদ্বোধন করেন পাগলা মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান। মসজিদ কমিটির অন্য সদস্যদের পাশাপাশি জেলার গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, ‍“মানুষ তাদের আস্থা ও বিশ্বাসের জায়গা থেকে এ মসজিদে দান করেন। অনেকেই আছেন যারা দূর-দূরান্তে বসবাস করেন। আবার কেউ দেশের বাইরে বসবাস করছেন। তাদের হয়তো মসজিদে দান করার অনেক ইচ্ছে রয়েছে, কিন্তু সেটি নানা সমস্যার কারণে হয়ে উঠে না। আমরা তাদের কথা চিন্তা করে অনলাইন ডোনেশনের ব্যবস্থা করেছি। তারা বিভিন্ন পেমেন্ট মেথোডের মাধ্যমে অনলাইনে টাকা ডোনেট করতে পারবেন।”

চলতি বছরের এপ্রিল মাসে সবশেষ খোলা হয় কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স। মসজিদের ১১টি সিন্দুক বা দানবাক্স খুলে পাওয়া যায় রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। পাওয়া যায় স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা।

পাগলা মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়, এমন ধারণা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এ মসজিদে দান করে থাকেন। গত কয়েক বছর ধরে দিন দিন বাড়ছে দানের টাকার পরিমাণ। দানের অর্থ মসজিদের স্থানে আন্তর্জাতিক মানের কমপ্লেক্স বানানোর কাজে ব্যয় হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ বাস্তবায়নে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না: নাহিদ ইসলাম

এখন থেকে পাগলা মসজিদে দান করা যাবে অনলাইনে

আপডেট সময় ০৮:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

কিশোরগঞ্জেরে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে প্রতি তিন থেকে চার মাস পরপর পাওয়া যায় কয়েক কোটি টাকা। মেলে স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা। এ বিষয়টিকে আরো সহজ ও প্রসারিত করার লক্ষ্যে এবং প্রবাসী ও দূর-দূরান্তের দানকারীদের সুবিধার্থে অনলাইন ডোনেশনের ব্যবস্থা করেছে মসজিদ কর্তৃপক্ষ।

শুক্রবার (৪ জুলাই) সকাল ১১টায় মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠানিকভাবে ওয়েবসাইট (http://www.paglamosque.org/) ও অনলাইন ডোনেশন কার্যক্রমের উদ্বোধন করেন পাগলা মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান। মসজিদ কমিটির অন্য সদস্যদের পাশাপাশি জেলার গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, ‍“মানুষ তাদের আস্থা ও বিশ্বাসের জায়গা থেকে এ মসজিদে দান করেন। অনেকেই আছেন যারা দূর-দূরান্তে বসবাস করেন। আবার কেউ দেশের বাইরে বসবাস করছেন। তাদের হয়তো মসজিদে দান করার অনেক ইচ্ছে রয়েছে, কিন্তু সেটি নানা সমস্যার কারণে হয়ে উঠে না। আমরা তাদের কথা চিন্তা করে অনলাইন ডোনেশনের ব্যবস্থা করেছি। তারা বিভিন্ন পেমেন্ট মেথোডের মাধ্যমে অনলাইনে টাকা ডোনেট করতে পারবেন।”

চলতি বছরের এপ্রিল মাসে সবশেষ খোলা হয় কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স। মসজিদের ১১টি সিন্দুক বা দানবাক্স খুলে পাওয়া যায় রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। পাওয়া যায় স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা।

পাগলা মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়, এমন ধারণা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এ মসজিদে দান করে থাকেন। গত কয়েক বছর ধরে দিন দিন বাড়ছে দানের টাকার পরিমাণ। দানের অর্থ মসজিদের স্থানে আন্তর্জাতিক মানের কমপ্লেক্স বানানোর কাজে ব্যয় হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।