ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই সনদ বাস্তবায়নে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না: নাহিদ ইসলাম Logo আগামী ৫ জুলাই সরকারি সফরে নবীনগরে আসছেন অর্থ উপদেষ্টা Logo জামায়াতের অনুষ্ঠানে গিয়ে ‘সৎ-যোগ্য’ লোককে ভোট দিতে বললেন ডিএমপি কর্মকর্তা Logo পাবনায় জামায়াত মনোনীত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ঘোষণা সমাবেশ অনুষ্ঠিত Logo কোন অদৃশ্য শক্তির কারণে জুলাই ঘোষণাপত্র হচ্ছে না?-প্রশ্ন ছাত্রশিবির সভাপতির Logo এখন থেকে পাগলা মসজিদে দান করা যাবে অনলাইনে Logo ছাত্রদল নেতার নির্দেশ: ফেক আইডি খুলে দৈনিক ১০টি করে পোস্ট দিতে হবে Logo সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি Logo নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কার প্রয়োজন: জামায়াত আমির Logo লক্ষ্মীপুরে রোগীকে হয়রানি করার অভিযোগ উঠেছে ডা.শিপলু সরকারের বিরুদ্ধে

লক্ষ্মীপুরে রোগীকে হয়রানি করার অভিযোগ উঠেছে ডা.শিপলু সরকারের বিরুদ্ধে

লক্ষ্মীপুরে রোগীকে হয়রানি করার অভিযোগ উঠেছে ডা.শিপলু সরকারের বিরুদ্ধে

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার ডা. শিপলু সরকারের বিরুদ্ধে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালন না করে প্রাইভেট চেম্বারে রোগী দেখার অভিযোগ উঠেছে।

ঘটনা ঘটেছে গত বুধবার (২ জুলাই)। ওইদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডা. শিপলু সরকারের জরুরি বিভাগে দায়িত্বে থাকার কথা ছিল। কিন্তু তিনি দায়িত্বে অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ করেছেন রোগীসহ স্থানীয়রা।

অভিযোগকারি সাহিদা আক্তার ঢাকা ভয়েস২৪-কে জানান, তিনি তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ইমারজেন্সি রুমে যান। দীর্ঘক্ষণ কাতরালেও চিকিৎসককে সেখানে পাননি। ওই সময় আরও অনেক রোগী চিকিৎসা নিতে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের দেখা মেলেনি।

পরে খোঁজ নিয়ে জানা যায়, ডা. শিপলু সরকার হাসপাতালে না থেকে বাহিরে ইনসাফ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রাইভেট চেম্বার করছিলেন। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাইভেট চেম্বারে রোগী দেখায় ব্যস্ত ছিলেন তিনি। এ সময় ইনসাফ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে বের হওয়া রোগীদের হাতে ডা. শিপলু সরকারের প্রেসক্রিপশন এবং আল্ট্রাসনোগ্রাফির রিপোর্ট দেখা গেছে।

স্থানীয়দের অভিযোগ, ডা. শিপলু সরকারের কাছে গাইনী বা অবস বিষয়ে কোনো এফসিপিএস কিংবা এমসিপিএস ডিগ্রি না থাকলেও তিনি প্রাইভেট চেম্বারে নিয়মিতভাবে গাইনী রোগী দেখেন এবং আল্ট্রাসনোগ্রাফি করেন। শুধু তাই নয়, রোগীদের ইনসাফ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারেই আল্ট্রাসনোগ্রাফি এবং অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করাতে বাধ্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

চর ফলকন গ্রামের মো. ইব্রাহিম সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “ডা. শিপলু সরকার হাসপাতালে কর্তব্যরত অবস্থায় প্রাইভেট চেম্বারে রোগী বসিয়ে রেখে হিন্দি গান শুনতে এবং মোবাইলে ভিডিও দেখতে ব্যস্ত থাকেন। এমনকি মোবাইলে মনোযোগ রেখেই প্রেসক্রিপশন লিখে দেন।”

এ বিষয়ে ঢাকা ভয়েস২৪-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে ডা. শিপলু সরকার বলেন, “আমার রোগী আমি যেকোনো সময় আমার চেম্বারে দেখব। কী দেখে কী লিখব, সেটা আমার ব্যাপার।” এ কথা বলেই তিনি গণমাধ্যমকর্মীকে তার চেম্বারে দেখা করতে বলেন।

ড. শিপুল সরকারের বিরুদ্ধে এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ, ঢাকা ভয়েস২৪ কে বলেন, “ইমার্জেন্সি ডিউটির সময় বাইরে রোগী দেখার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখবো।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন মো. আবু হাসান শাহীন কে বিষয়টি জানালে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ বাস্তবায়নে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না: নাহিদ ইসলাম

লক্ষ্মীপুরে রোগীকে হয়রানি করার অভিযোগ উঠেছে ডা.শিপলু সরকারের বিরুদ্ধে

আপডেট সময় ০৬:৫৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার ডা. শিপলু সরকারের বিরুদ্ধে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালন না করে প্রাইভেট চেম্বারে রোগী দেখার অভিযোগ উঠেছে।

ঘটনা ঘটেছে গত বুধবার (২ জুলাই)। ওইদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডা. শিপলু সরকারের জরুরি বিভাগে দায়িত্বে থাকার কথা ছিল। কিন্তু তিনি দায়িত্বে অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ করেছেন রোগীসহ স্থানীয়রা।

অভিযোগকারি সাহিদা আক্তার ঢাকা ভয়েস২৪-কে জানান, তিনি তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ইমারজেন্সি রুমে যান। দীর্ঘক্ষণ কাতরালেও চিকিৎসককে সেখানে পাননি। ওই সময় আরও অনেক রোগী চিকিৎসা নিতে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের দেখা মেলেনি।

পরে খোঁজ নিয়ে জানা যায়, ডা. শিপলু সরকার হাসপাতালে না থেকে বাহিরে ইনসাফ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রাইভেট চেম্বার করছিলেন। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাইভেট চেম্বারে রোগী দেখায় ব্যস্ত ছিলেন তিনি। এ সময় ইনসাফ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে বের হওয়া রোগীদের হাতে ডা. শিপলু সরকারের প্রেসক্রিপশন এবং আল্ট্রাসনোগ্রাফির রিপোর্ট দেখা গেছে।

স্থানীয়দের অভিযোগ, ডা. শিপলু সরকারের কাছে গাইনী বা অবস বিষয়ে কোনো এফসিপিএস কিংবা এমসিপিএস ডিগ্রি না থাকলেও তিনি প্রাইভেট চেম্বারে নিয়মিতভাবে গাইনী রোগী দেখেন এবং আল্ট্রাসনোগ্রাফি করেন। শুধু তাই নয়, রোগীদের ইনসাফ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারেই আল্ট্রাসনোগ্রাফি এবং অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করাতে বাধ্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

চর ফলকন গ্রামের মো. ইব্রাহিম সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “ডা. শিপলু সরকার হাসপাতালে কর্তব্যরত অবস্থায় প্রাইভেট চেম্বারে রোগী বসিয়ে রেখে হিন্দি গান শুনতে এবং মোবাইলে ভিডিও দেখতে ব্যস্ত থাকেন। এমনকি মোবাইলে মনোযোগ রেখেই প্রেসক্রিপশন লিখে দেন।”

এ বিষয়ে ঢাকা ভয়েস২৪-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে ডা. শিপলু সরকার বলেন, “আমার রোগী আমি যেকোনো সময় আমার চেম্বারে দেখব। কী দেখে কী লিখব, সেটা আমার ব্যাপার।” এ কথা বলেই তিনি গণমাধ্যমকর্মীকে তার চেম্বারে দেখা করতে বলেন।

ড. শিপুল সরকারের বিরুদ্ধে এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ, ঢাকা ভয়েস২৪ কে বলেন, “ইমার্জেন্সি ডিউটির সময় বাইরে রোগী দেখার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখবো।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন মো. আবু হাসান শাহীন কে বিষয়টি জানালে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।