ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল পড়ুয়া ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল পড়ুয়া ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী হোসেন-এর একমাত্র কন্যা সামিয়া আক্তার (১৪) আজ দুপুরে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সামিয়া বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ছিলেন। আজকের পরীক্ষায় অংশগ্রহণ শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় সড়কে দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এতে সামিয়ার পরিবারে নেমে আসে শোকের ছাঁয়া। সামিয়া ছিলেন তার বাবা-মায়ের একমাত্র সন্তান। মেয়ের এমন অকাল মৃত্যুতে শিক্ষক আলী হোসেন ও তাঁর পরিবার ভেঙে পড়েছে। সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

আজ বিদ্যালয়ে ছিলো শোকাবহ পরিবেশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, “সামিয়া অত্যন্ত মেধাবী ও ভদ্র ছাত্রী ছিল। তাঁর অকাল মৃত্যুতে আমরা শিক্ষক-শিক্ষার্থীরা বাকরুদ্ধ।”

দায়ীদের বিচারের দাবি এবং এ দুর্ঘটনার জন্য বেপরোয়া মোটরসাইকেল চালকের শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। তাঁরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে দোস্ত এইডের টিউবওয়েল বিতরণ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল পড়ুয়া ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ১০:০০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী হোসেন-এর একমাত্র কন্যা সামিয়া আক্তার (১৪) আজ দুপুরে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সামিয়া বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ছিলেন। আজকের পরীক্ষায় অংশগ্রহণ শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় সড়কে দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এতে সামিয়ার পরিবারে নেমে আসে শোকের ছাঁয়া। সামিয়া ছিলেন তার বাবা-মায়ের একমাত্র সন্তান। মেয়ের এমন অকাল মৃত্যুতে শিক্ষক আলী হোসেন ও তাঁর পরিবার ভেঙে পড়েছে। সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

আজ বিদ্যালয়ে ছিলো শোকাবহ পরিবেশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, “সামিয়া অত্যন্ত মেধাবী ও ভদ্র ছাত্রী ছিল। তাঁর অকাল মৃত্যুতে আমরা শিক্ষক-শিক্ষার্থীরা বাকরুদ্ধ।”

দায়ীদের বিচারের দাবি এবং এ দুর্ঘটনার জন্য বেপরোয়া মোটরসাইকেল চালকের শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। তাঁরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।