ঢাকা ১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
কুমিল্লায় ধর্ষণকাণ্ড: পর্নোগ্রাফি মামলায় ৪ আসামি তিন দিনের রিমান্ডে

কুমিল্লায় ধর্ষণকাণ্ড: পর্নোগ্রাফি মামলায় ৪ আসামি তিন দিনের রিমান্ডে

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় এক নারীকে নিপীড়নের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার ৪ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) শুনানি শেষে কুমিল্লা ১১ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক এ আদেশ দেন। এর আগের গ্রেপ্তার চার আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা আদালতের পরিদর্শক সাদেকুর রহমান।

পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তাররা হলেন- জাফর আলীর ছেলে রমজান, আব্দুল হান্নানের ছেলে মোহাম্মদ আলী সুমন, মো. আলমের ছেলে মো. আরিফ ও তালেম হোসেনের ছেলে মো. অনিক।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার চারজনের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত তিন দিনের রিমান্ড দিয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তার করা সহজ হবে। দ্রুত তাদের জিজ্ঞাসাবাদের কার্যক্রম শুরু করা হবে।

এর আগে গত ২৬ জুন রাতে মুরাদনগরের বাহেরচর-পাঁচকিত্তা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসা এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এসময় একদল যুবক ওই নারীর ঘরে ঢুকে ভুক্তভোগী নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজর আলীর ওপর নির্যাতন চালায়। তারা ভিডিও ধারণ করে পরে তা ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনসহ পর্নোগ্রাফি আইনে মুরাদনগর থানায় পৃথক দুটি মামলা করে। দুই মামলায় পুলিশ মূল হোতা ফজর আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

ঢাকা ভয়েস ২৪/সোভান

 

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ধর্ষণকাণ্ড: পর্নোগ্রাফি মামলায় ৪ আসামি তিন দিনের রিমান্ডে

কুমিল্লায় ধর্ষণকাণ্ড: পর্নোগ্রাফি মামলায় ৪ আসামি তিন দিনের রিমান্ডে

আপডেট সময় ০২:৪৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় এক নারীকে নিপীড়নের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার ৪ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) শুনানি শেষে কুমিল্লা ১১ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক এ আদেশ দেন। এর আগের গ্রেপ্তার চার আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা আদালতের পরিদর্শক সাদেকুর রহমান।

পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তাররা হলেন- জাফর আলীর ছেলে রমজান, আব্দুল হান্নানের ছেলে মোহাম্মদ আলী সুমন, মো. আলমের ছেলে মো. আরিফ ও তালেম হোসেনের ছেলে মো. অনিক।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার চারজনের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত তিন দিনের রিমান্ড দিয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তার করা সহজ হবে। দ্রুত তাদের জিজ্ঞাসাবাদের কার্যক্রম শুরু করা হবে।

এর আগে গত ২৬ জুন রাতে মুরাদনগরের বাহেরচর-পাঁচকিত্তা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসা এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এসময় একদল যুবক ওই নারীর ঘরে ঢুকে ভুক্তভোগী নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজর আলীর ওপর নির্যাতন চালায়। তারা ভিডিও ধারণ করে পরে তা ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনসহ পর্নোগ্রাফি আইনে মুরাদনগর থানায় পৃথক দুটি মামলা করে। দুই মামলায় পুলিশ মূল হোতা ফজর আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

ঢাকা ভয়েস ২৪/সোভান