ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৫ জুলাই রাতকে ‘কালরাত’ ঘোষণা

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১৫ জুলাই রাতে ছাত্রলীগ ও পুলিশের হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকসহ অনেকে আহত হয়। ফলে দিনটিকে স্মরণ করে রাখতে ‘কালরাত’ হিসাবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল বুধবার(২ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড এ বি এম আজিজুর রহমান তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানায়, ‘১৫ জুলাই ২০২৪ তারিখ রাতে ছাত্রলীগ ও পুলিশের হামলায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকসহ বহু মানুষ আহত হয়। বিধায় গত ১৭ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় ১৫ জুলাই ২০২৪ তারিখ রাতকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘কালরাত’ হিসেবে ঘোষণা করেছে।’

উল্লেখ, গত বছর ১৫ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত মশাল মিছিল সন্ধ্যা সাতটায় শুরু হয়। মিছিলটি তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে পৌঁছালে হামলা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা—কর্মীরা। হামলায় একাধিক শিক্ষার্থী আহত ও রক্তাক্ত হয়। পরবর্তীতে আন্দোলনকারী শিক্ষার্থীরা হামলার বিচার ও পুনরায় হামলা থেকে বাঁচতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিলে সেখানেও হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এক পর্যায়ে হামলা থেকে বাঁচতে উপাচার্যের বাসভবনের ভেতরে আশ্রয় নেয় শিক্ষার্থীরা। সেখানেও ছাত্রলীগের হামলা থেকে রক্ষা পায়নি শিক্ষার্থী। উপাচার্যের বাসভবনের ফটকের তালা ভেঙ্গে অবস্থানরত শিক্ষার্থীদের উপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ও পেট্রোল বোমা নিয়ে হামলে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের ওই হামলায় প্রায় ১৫ জন শিক্ষার্থী বিভিন্নভাবে আহত হয়। ছাত্রলীগের হামলার খবর শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা তাদেরকে ছাড়িয়ে নিতে আসলে পুলিশ তাদের উপর গুলি ছুঁড়ে এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিকসহ প্রায় ২০ জনের বেশি গুলিবিদ্ধ ও আহত হয়।

জনপ্রিয় সংবাদ

পিআর চালু হলে দেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না: রিজভী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৫ জুলাই রাতকে ‘কালরাত’ ঘোষণা

আপডেট সময় ০৮:২৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১৫ জুলাই রাতে ছাত্রলীগ ও পুলিশের হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকসহ অনেকে আহত হয়। ফলে দিনটিকে স্মরণ করে রাখতে ‘কালরাত’ হিসাবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল বুধবার(২ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড এ বি এম আজিজুর রহমান তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানায়, ‘১৫ জুলাই ২০২৪ তারিখ রাতে ছাত্রলীগ ও পুলিশের হামলায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকসহ বহু মানুষ আহত হয়। বিধায় গত ১৭ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় ১৫ জুলাই ২০২৪ তারিখ রাতকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘কালরাত’ হিসেবে ঘোষণা করেছে।’

উল্লেখ, গত বছর ১৫ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত মশাল মিছিল সন্ধ্যা সাতটায় শুরু হয়। মিছিলটি তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে পৌঁছালে হামলা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা—কর্মীরা। হামলায় একাধিক শিক্ষার্থী আহত ও রক্তাক্ত হয়। পরবর্তীতে আন্দোলনকারী শিক্ষার্থীরা হামলার বিচার ও পুনরায় হামলা থেকে বাঁচতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিলে সেখানেও হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এক পর্যায়ে হামলা থেকে বাঁচতে উপাচার্যের বাসভবনের ভেতরে আশ্রয় নেয় শিক্ষার্থীরা। সেখানেও ছাত্রলীগের হামলা থেকে রক্ষা পায়নি শিক্ষার্থী। উপাচার্যের বাসভবনের ফটকের তালা ভেঙ্গে অবস্থানরত শিক্ষার্থীদের উপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ও পেট্রোল বোমা নিয়ে হামলে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের ওই হামলায় প্রায় ১৫ জন শিক্ষার্থী বিভিন্নভাবে আহত হয়। ছাত্রলীগের হামলার খবর শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা তাদেরকে ছাড়িয়ে নিতে আসলে পুলিশ তাদের উপর গুলি ছুঁড়ে এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিকসহ প্রায় ২০ জনের বেশি গুলিবিদ্ধ ও আহত হয়।